Anger over government aid in chess expansion

Anger over government aid in chess expansion

দাবার প্রসারে সরকারী সাহায্য নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি:-  বর্তমান সময়ে সাদা কালো চৌষট্টি খপের খেলাকে রাজ্যের স্কুল স্তরে জনপ্রিয় করতে উদ্যোগী হয়েছে সারা বাংলা দাবা সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে রাজ্যের ২৩টি জেলায় দাবার ৫০টি বোর্ড দেওয়া হয়েছে। শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সংগঠনের পক্ষ থেকে প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যের তহবিল থেকে প্রাপ্ত ২৩টি কম্পিউটার প্রদান করা হল। কলকাতায় আগামী ২৫ মে থেকে ৮ জুন একটি জাতীয় টুর্নামেন্ট আয়োজন করা হবে।

এদিন জেলার কর্মকর্তাদের হাতে সামগ্রী তুলে দিতে উপস্থিত হয়েছিলেন সংগঠনের সভাপতি দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ অন্যানরা। এদিন একরাশ ক্ষোভের সুরে প্রদীপবাবু বলেন, ফুটবলের মতো দাবাকে বাংলায় জনপ্রিয় করতে সরকারী সাহায্যের প্রয়োজন। ইনডোর গেমসের জন্য স্টেডিয়াম তৈরী হলেও সেখানে খেলার কোনো উদ্যোগ নেওয়া হয় না। উৎসবের ক্ষেত্রে বাড়ি ভাড়া দেওয়া হয়। রাজ্যের যারা সাংসদ রয়েছেন তাঁদের কাছে আবেদন এই সংগঠনের জন্য জমি পাওয়া যায়।

একইসুরে দিব্যেন্দু বড়ুয়া জানান, অন্য রাজ্য থেকে মহিলা গ্র্যান্ড মাস্টার পাওয়ার কারন তাঁদের স্কুলে স্কুলে খেলা আয়োজন করে। ফলে তামিলনাড়ুর মতো রাজ্য থেকে মহিলা গ্র্যান্ড মাস্টার পাওয়া যায়।

একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে শ্রেণীক শেঠ জানান, সরকারি কোনো সাহায্য পাইনা। ইনডোর স্টেডিয়ামে খেলা ছাড়া বাদ বাকি সবকিছু এখানে হয়। দাবার আয়োজনে সরকার এগিয়ে এলে উপকৃত হব। সরকারি / ব্যাক্তিগত কোনো সাহায্য দাবায় পাওয়া যায় না।

 

Anger over government aid in chess expansion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *