ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার
জনার্দন রায়,শিলিগুড়ি:- বেকার বিরোধী দিবসে DYFI এর উত্তরকন্যা অভিযান কার্যত রণক্ষেত্র চেহারা নিল। কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানি গ্যাসের সেল ফাটানোর পাশাপাশি করা হলো লাঠিচার্জ। আটক করা হলো সম্পাদক মীনাক্ষী মুখার্জীকে।

এদিন শিলিগুড়ির জলপাইমোড় থেকে সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে DYFI এর মিছিল উত্তরকন্যার উদ্দেশ্যে যাওয়ার সময় নৌকাঘাট মোর পেরিয়ে তিনবাত্তি মোড়ের দিকে এগোলে পুলিশের ব্যারিকেডে মিছিল আটকে যায়। এরপরও DYFI এর কর্মীরা ব্যারিকেটকে উপেক্ষা করে অগ্রসর হতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাদানি গ্যাসের সেল ফাটায় এবং জল কামানের ব্যবহার করে। পাশাপাশি লাঠিচার্য করে পুলিশ। অপরদিকে এই সময় পুলিশকে উদ্দেশ্য করে ঢিল ছড়া হয় বলে অভিযোগ DYFI কর্মী সমর্থকদের বিরুদ্ধে। লাঠিচার্জ এবং ঢিল ছড়ায় DYFI ও পুলিশের কর্মীরা আহত হবার খবর মিলেছে।

অপরদিকে এই ঘটনায় রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ বেশ কয়েকজন DYFI কর্মীদের আটক করেছে পুলিশ। পরবর্তীতে বিকেল পাঁচটা নাগাদ নৌকা ঘাট তিনবাতি এলাকা থেকে ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ এবং যান চলাচল স্বাভাবিক হয় ওই সড়কে।
