< Entertainment : “ভাইয়াজীতে” ভয়ঙ্কর লুকে মনোজ বাজপেয়ী কবে মুক্তি পাবে ছবিটি ?

Entertainment : “ভাইয়াজীতে” ভয়ঙ্কর লুকে মনোজ বাজপেয়ী কবে মুক্তি পাবে ছবিটি ?

F 2
Spread the love

 

Entertainment : আগামি ২৪ মে মুক্তি পাবে ভাইয়াজী। সির্ফ এক বান্দা কাফি হ্যায়-এর পর ফের মনোজ বাজপেয়ীকে নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক অপূর্ব সিং কারকি। ছবির মুক্তিপ্রাপ্ত টিজারে মনোজকে ভয়ঙ্কররূপে দেখা গেছে।

ছবিটি ২০১৪ সালে বিহারের সীতামারহিতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। ছবিতে মনোজকে একটি দেশি অবতারে, ধুতি পরা এবং কাঁধে গামছা নিয়ে দেখা যাবে।টিজারটির শুরুতেই একজন আহত মনোজ দিয়ে শুরু হয়, যিনি ভাইয়াজি চরিত্রে অভিনয় করেন, তাকে ঘিরে থাকা একদল লোক তাকে হত্যা করতে চায়। তাদের একজনকে বলতে শোনা যায়, “সে সাপের মতো চোখ দিয়ে ছবি তোলে।”

যখন একজন লোক তাকে রড দিয়ে আক্রমণ করে, তখন ভাইয়া জি উঠে দাঁড়ায় এবং তার আক্রমণকারীরা তাদের জীবন বাঁচাতে পালিয়ে যায়। কপাল থেকে রক্ত ​​ঝরছে, মনোজকে ভিলেনের মতো লাগছে। ফলে ছবির প্রথম ঝলকে মনোজকে ভয়ঙ্কর লুকে তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *