নারায়ণা হেলথ-এর চিকিৎসায় অঙ্গ প্রতিস্থাপনের নজির
৩৭ বছরের অর্পনবাবু এক কারখানায় শ্রমিকের কাজ চলাকালীন মেশিনে হাত কেটে পড়ে যায়। হাত পুনঃস্থাপনের জন্য দ্রুত সার্জারি হয় বেসরকারি হাসপাতাল নারায়নায়। মেশিন চালানোর সময় ভয়াবহ দুর্ঘটনায় তাঁর বাঁ হাতের কনুইয়ের ওপর সার্জারি হয় সফলভাবে। বিচ্ছিন্ন হাতটি দুর্ঘটনার কারণে ধুলো ও গ্রিজে ঢেকে ছিল, যা পরিষ্কার করে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হয় অস্ত্রোপচারের প্রস্তুতির জন্য।
দুর্ঘটনার পর প্রায় ২-৩ ঘণ্টা শকে থাকা অবস্থায় রোগীকে হাসপাতালে আনা হয়। রোগী প্রচুর রক্তক্ষরণে আক্রান্ত ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগ দ্রুত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করে। নারায়ণা হেলথ, হাওড়া এবং চুনাভাটি শাখার পরামর্শদাতা প্লাস্টিক ও মাইক্রোভাসকুলার সার্জন ডাঃ আদিত্য কানই-এর বিশেষজ্ঞ সার্জনদের দল ৮ ঘণ্টার দীর্ঘ ও জটিল অস্ত্রোপচার হয়।
এই প্রসঙ্গে ডাঃ আদিত্য কানই শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে বলেন, এই অস্ত্রোপচার মাইক্রোভাসকুলার পুনর্গঠন কৌশলে যে অগ্রগতি হয়েছে তা প্রমাণ করে। এটি মানব আত্মার দৃঢ়তাও তুলে ধরে। ধারাবাহিক পুনর্বাসনের মাধ্যমে রোগী তাঁর হাতের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে ফিরে পাবেন বলে আমরা আশাবাদী।
নারায়ণা হেলথ, হাওড়ার ফেসিলিটি ডিরেক্টর তপানি ঘোষ বলেন, এই ঘটনা আধুনিক চিকিৎসাশাস্ত্রের অসাধারণ সামর্থ্য এবং মানব মনোবলের এক অনন্য উদাহরণ। রোগী যখন হাসপাতালে আসেন সেই হৃদয়বিদারক মুহূর্ত থেকে আজকের তাঁর উন্নতির সাক্ষী থাকা আমাদের কাছে চ্যালেঞ্জিং এবং অনুপ্রেরণামূলক। আমাদের দলের নিরলস প্রচেষ্টা এবং রোগীর ইচ্ছাশক্তি”।
Paradigm of Organ Transplantation in Treatment of Narayana Health
