SSC News: The governor did not meet the jobless candidates

রাজ্যপাল দেখা করলেন না চাকরি হারা প্রার্থীদের সঙ্গে

দেবাশিষ পাল, মালদা: রাজ্যপালের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মালদা সার্কিট হাউজের সামনে প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করার পরেও রাজ্যপাল দেখা করলেন না চাকরি হারা প্রার্থীদের সঙ্গে। অসহায় অবস্থায় ফিরে গেলেন তারা। এখন তাদের একটাই দাবি হয় চাকরি ফিরিয়ে দিন, না হয় স্বেচ্ছায় মৃত্যুবরণে সাইডেন।

অবশেষে তাদের দাবি পত্র যাতে রাজ্যপালের কাছে পৌঁছয় তার লিখিত আবেদন পত্র ইংরেজবাজার থানার আইসির হাতে তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *