< ছকভাঙা পেশায় ঝুঁকছে জেন জেড, আইকিউওও সমীক্ষায় ( survey ) প্রকাশ

ছকভাঙা পেশায় ঝুঁকছে জেন জেড, আইকিউওও সমীক্ষায় ( survey ) প্রকাশ

ছকভাঙা পেশায় ঝুঁকছে জেন জেড, আইকিউওও সমীক্ষায় ( survey ) প্রকাশ
Spread the love

গতানুগতিক ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং এর মতো ‘নিশ্চিন্ত’ পেশার বাইরে তরুণ প্রজন্ম কনটেন্ট ক্রিয়েশনের মতো ‘নিউ এজ’ প্রযুক্তিতে চাকরি করতে আগ্রহ দেখাচ্ছে। প্রতি চারজনের মধ্যে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), সাইবার সিকিওরিটি এবং কনটেন্ট ক্রিয়েশনের মতো নতুন নতুন পথের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ভারত-সহ ইউএসএ, ইউকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইল্যান্ড এবং ব্রাজিল, এই সাতটি দেশের মধ্যে ২০-২৪ বছর বয়সের ৬,৭০০ জনের মধ্যে আইকিউওও কোয়েস্ট’ নামের এক সমীক্ষায় সাড়া জাগানো তথ্য মিলেছে।

ভিভো গোষ্ঠীর মোবাইল ব্র্যান্ড ‘আইকিউওও’ এবং সাইবার মিডিয়া রিসার্চ-এর যৌথ উদ্যোগে দাবি করা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের যুব প্রজন্মের তুলনায় ভারতের যুব সমাজের নিজস্ব স্বপ্ন এবং তা কী ভাবে পূরণ করা যাবে সে বিষয়ে স্বচ্ছ ধারণা রয়েছে। দেশের যুবসমাজের কেরিয়ারের ছবিটা যে শুধুই হাইওয়ে ধরে ‘স্মুদ-সেলিং’ নয়, সেখানে দস্তুরমতো স্পিডব্রেকারও রয়েছে, তারও প্রমাণ মিলেছে সমীক্ষা ( survey ) রিপোর্টে।

গোটা দেশের মধ্যে আট রাজ্যে ২,২০০ জনের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। বিশ্বের অন্যান্য ছ’টি দেশের প্রতিটিতে ৭৫০ জনের উপর সমীক্ষা চালায় আইকিউওও। সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৫ শতাংশ উচ্চতর শিক্ষা এবং সুযোগের উপর বেশি জোর দেয় নতুন প্রজন্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *