Doctors of Yugant Medica in treatment with TAVR system

Doctors of Yugant Medica in treatment with TAVR system

টিএভিআর পদ্ধতিতে চিকিৎসায় যুগান্ত মেডিকার চিকিৎসকদের

পূর্ব ভারতে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী মনিপাল হসপিটালের অন্তর্গত মেডিকা ট্রান্স ক্যাথিটার ভালভ রিপ্লেসমেন্ট চিকিৎসায় যুগান্তকারী স্থাপন করল। ট্রান্স ক্যাথিটার ভালভ রিপ্লেসমেন্ট (TAVR) একটি মিনিমাল ইনভেসিভ পদ্ধতি, যেখানে আওরটিক ভালভ বদল করা হয় কার্ডিয়াক ক্যাথিটার ব্যবহার করে।
এই চিকিৎসা পদ্ধতি ভীষণ জনপ্রিয় যা সারা বিশ্বের ৫০টি দেশে ১,২০,০০০ এর বেশি রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। ভারতে এখনো পর্যন্ত শেষ ১০ বছরে ৫০০০ বার এই পদ্ধতির ব্যবহার হয়েছে। পূর্ব ভারতে সবচেয়ে এই পদ্ধতি প্রয়োগ হয়েছে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে। এই বিষয়ে রোগীদের অভিজ্ঞতা তুলে ধরে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন চিকিৎসক দিলীপ কুমার, প্রফেসর চিকিৎসক রবীন চক্রবর্তী, চিকিৎসক প্রফেসর চিকিৎসক পি কে হাজারা, চিকিৎসক সৌম্য পাত্র সহ অন্যানরা।

ডাঃ চক্রবর্তী, জানান,” টিএভিআর (TAVR) একটি জটিল পদ্ধতি। তবে যদি আমাদের হসপিটালের মত যদি অভিজ্ঞ হার্ট টিম থাকে, তাহলে এরকম জটিল পদ্ধতির ক্ষেত্রেও সাফল্য অর্জন করা খুব কঠিন ব্যাপার নয়। ক্যাথিটার নির্ভর ভালভ বদল সামনের দিনে হার্টের ভালভের রোগের ক্ষেত্রে খুব পছন্দের হয়ে উঠতে চলেছে। যেই সব রোগীদের একাধিক কোমরবিড পরিস্থিতি রয়েছে এবং বয়স ৬৫ র অধিক, তারা এই ট্রান্স ক্যাথিটার ভালভ রিপ্লেসমেন্টের জন্য আদর্শ। এর অন্যতম কারণ হল যে তারা মেডিক্যাল কারণেই ওপেন হার্ট সার্জারির জন্য উপযুক্ত নন, যেখানে দীর্ঘসময় সাধারণ অ্যানাসথেসিয়া ও ভেন্টিলেটরের প্রয়োজন রয়েছে।”

ডাঃ দিলীপ কুমার বলেন,” সাধারণ ভাবে যখন হার্ট ভালভের অস্ত্রোপচার হয়, সেই ওপেন হার্ট সার্জারি হয়, পুরো অ্যানাসথেসিয়া নিয়ে, যখন ভালভ বদল করা হয়। তবে এখন আর সার্জনদের হার্ট ওপেন করার প্রয়োজন নেই ভালভগুলো অ্যাকসেস করার জন্য। ট্রান্স ক্যাথিটার ভালভ রিপ্লেসমেন্ট এখন এই ধরনের ভালভ বদলের ক্ষেত্রে খুব সাধারণ হয়ে গিয়েছে। কম পরিমান অ্যানাসথেসিয়া দেওয়া হয় এই ধরনের ক্ষেত্রে, যেখানে রোগীরা এক দুই দিনের মধ্যে বাড়ি ফিরতে পারে অস্ত্রোপচারের পর। যখন এই ট্রান্স ক্যাথিটার ভালভ রিপ্লেসমেন্ট আওরটিক ভালভ এর ক্ষেত্রে করা হয়, তখন তাকে বলা হয় ট্রান্স ক্যাথিটার আওরটিক ভালভ রিপ্লেসমেন্ট (TAVR)। সার্জিক্যাল আওরটিক ভালভ রিপ্লেসমেন্টের চেয়ে এই টিএভিআর অনেক কম সময় নেয়।”

 

Doctors of Yugant Medica in treatment with TAVR system

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *