< পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, পড়লেই পাস করবেন (পর্ব 8)

পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, পড়লেই পাস করবেন (পর্ব 8)

IMG 20240423 155606.webp
Spread the love

 

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

 

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব ৭। আপনারা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

A. জাতীয় যুব দিবস উদযাপিত হয়-

  1.  ৩১ জানুয়ারি
  2. ১ জুলাই
  3. ১২ জানুয়ারি
  4. ২৩ জানুয়ারি

ans-১২ জানুয়ারি

B. মেরুপ্রভা “Aurora Australis”কোন অঞ্চলে দেখা যায়?

  1. কুমেরু অঞ্চল
  2. বিষুব রেখা অঞ্চল
  3. সুমেরু অঞ্চল
  4. কর্কটক্রান্তি অঞ্চল

ans-সুমেরু অঞ্চল

C.ভারত এবং পাকিস্তান দুই দেশেরই সর্বোচ্চ নাগরিক সম্মান পান-

  1. এপিজে আবদুল কালাম
  2. জে আর ডি টাটা
  3.  মোরারজি দেশাই
  4. লতা মঙ্গেশকর

ans-মোরারজি দেশাই

D. বিশ্ব এইডস দিবস পালিত হয় –

  1. ৫ জুলাই
  2. ১০ই সেপ্টেম্বর
  3. ২০ অক্টোবর
  4. ১ ডিসেম্বর

ans-১ ডিসেম্বর

E. কুচিপুড়ি নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?

  1. কেরালা
  2. কর্ণাটক
  3. অন্ধ্রপ্রদেশ
  4. তামিলনাড়ু

ans-অন্ধ্রপ্রদেশ

F. ডক্টর. ভি. কুরিয়েন বিখ্যাত-

  1. রেড রিভোলিউশনের জন্য
  2. গ্রিন রিভোলিউশনের জন্য
  3. হোয়াইট রিবলিউশনের জন্য
  4. ইয়োলো রিভলিউশনের জন্য

ans-হোয়াইট রিবলিউশনের জন্য

G. ফুটবল খেলতে গোলপোস্টের উচ্চতা কত?

  1. ৭ ফুট
  2. ৮ ফুট
  3. ৯ ফুট
  4. ১০ ফুট

ans-৮ ফুট

H.ভারতের কোন শহরকে গোলাপি নগরী বলা হয়?

  1. কলকাতা
  2. ভুবনেশ্বর
  3.  জয়পুর
  4. ব্যাঙ্গালোর

ans-জয়পুর

I. ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার কোনটি?

  1. ভারতরত্ন
  2. পদ্মবিভূষণ
  3. পদ্মভূষণ
  4. পদ্মশ্রী

ans-ভারতরত্ন

J. ভারতের জাতীয় পক্ষী কোনটি?

  1. ঈগল
  2.  কাক
  3.  ময়ূর
  4.  বক

ans-ময়ূর

k.আনন্দমঠ গ্রন্থের লেখক কে?

  1. মধুসূদন দত্ত
  2.  স্বামী বিবেকানন্দ
  3. নবীনচন্দ্র সেন
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ans-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

L. ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক?

  1. কানাডা
  2. অস্ট্রেলিয়া
  3.  ইতালি
  4. আয়ারল্যান্ড

ans-অস্ট্রেলিয়া

M. গতিধারা প্রকল্পটি কোন সরকার চালু করেছে?

  1. উড়িষ্যা
  2. আসাম
  3. পশ্চিমবঙ্গ
  4.  মহারাষ্ট্র

ans-পশ্চিমবঙ্গ

N. বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে?

  1. নীলরতন সরকার
  2.  প্রফুল্ল চন্দ্র রায়
  3. দারকানাথ ঠাকুর
  4. আলোমোহন দাস

ans-প্রফুল্ল চন্দ্র রায়

O. “প্লেয়িং ইট মাই ওয়ে” গ্রন্থটির লেখক কে?

  1. সুনীল গাভাস্কার
  2.  জি.আর বিশ্বনাথ
  3. শচীন টেন্ডুলকার
  4. সৌরভ গাঙ্গুলী।

ans-শচীন টেন্ডুলকার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *