নূন্যতম যোগ্যতায় WIPRO কোম্পানিতে প্রচুর কর্মী নিয়োগ

A lot of recruitment in WIPRO company with minimum qualification
Spread the love

 

সর্ববৃহৎ গ্লোবাল আইটি কোম্পানি তথা উইপ্রো কোম্পানি প্রচুর কর্মী নিয়োগ করা হবে। একটি নিয়োগের আপডেট এসেছে যেখানে বলা হয়েছে wipro কোম্পানিতে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। নূন্যতম যোগ্যতায় প্রচুর চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানিয়ে চাকরি পেতে পারেন। এখানে যারা ফ্রেসার তারাও আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন জানাতে পারবেন। যারা যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন। চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য ভালোভাবে উল্লেখ করা হলো।

 

পদের নাম: এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম গুলি হল-

1. Information Technology (IT)
2. Consulting
3. Business Process Services
4. Digital Operations and Platforms
5. Engineering and R&D Services
6. Cloud Services
7. Cybersecurity
8. Data, Analytics, and Artificial Intelligence
9. Infrastructure Services
10. Sales and Marketing
11. Human Resources
12. Finance and Accounting
13. Supply Chain Management
14. Quality Assurance and Testing
15. Customer Service and Support

বেতন:-যারা যারা এখানে চাকরি পাবেন তাদের বাৎসরিক 6- 50 L/PA টাকা করে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের অবশ্যই গ্রাজুয়েট পাশ থাকতে হবে।

আবেদন পদ্ধতি: এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে। এখানে আবেদন জানাতে হলে চাকরি-প্রার্থীদের অবশ্যই নিজস্ব বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

নিয়োগ পদ্ধতি: এখানে সমস্ত তথ্য যাচাই করে চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন।

বিস্তারিত জানুন – CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *