সুরক্ষা ডায়াগনস্টিক বাজারে আইপিও নিয়ে এল
কলকাতার স্বাস্থ্য সেবায় ৩০ বছর ধরে কাজ করে চলা বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষা ডায়গনাসটিক আইপিও নিয়ে এল। এদিন সংস্থার চেয়ারম্যান ডাঃ সোমনাথ চ্যাটার্জি ও সিইও ঋতু মিত্তাল জানালেন রাজ্যে ১১টি জেলায় সংস্থার নিজস্ব ল্যাব রয়েছে। তবে অনেক জেলায় পৌঁছন হয়নি ফলে আগামী লক্ষ্য গ্রামের বেশ কিছু অঞ্চলে কালেকশন সেন্টার তৈরী করার পরিকল্পনা। রাজ্যের বাইরে বিহার, ওড়িশা ও আসামে সংস্থার সেন্টার রয়েছে। পাটনা, গুয়াহাটি, শিলংয়ে সংস্থার সেন্টার রয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ব ভারতে নিজেদের ব্যবসায়িক বৃদ্ধির পাশাপাশি উন্নত পরিষেবায় জোর দেওয়া হচ্ছে।
সুরক্ষা ডায়াগনস্টিক-এর আইপিওর জন্য আবেদন করা যাবে শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ থেকে মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। প্রতি ইক্যুইটি শেয়ারের মূল্য ব্যান্ড নির্ধারিত হয়েছে ৪২০ টাকা থেকে ৪৪১ টাকা পর্যন্ত। ক্রিসিল রিপোর্ট অনুযায়ী, ভারতে ডায়াগনস্টিক পরিষেবার বাজার ২০২৪ অর্থবর্ষে প্রায় ₹৮৬,০০০ কোটি টাকা বলে অনুমান করা হয়েছে এবং এটি ২০২৮ অর্থবর্ষের মধ্যে প্রায় ₹১,২৭,৫০০ কোটি টাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের ডায়াগনস্টিক বাজার ২০২৪ অর্থবর্ষে প্রায় ₹১৭,০০০ কোটি টাকা বলে ধারণা করা হয়েছে এবং এটি প্রায় ১০.৫% থেকে ১২.৫% বার্ষিক প্রবৃদ্ধির হারে (CAGR) বৃদ্ধি পেয়ে ২০২৮ অর্থবর্ষে প্রায় ₹২৬,০০০ কোটি টাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
Suraksha Diagnostics
Suraksha Diagnostics bring IPO to the market
সপ্তর্ষি সিংহ! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৫ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সাংবাদিক হিসেবে কর্মরত।