Six arrested for huge tax evasion in the state

Six arrested for huge tax evasion in the state
Spread the love

রাজ্যে বিপুল কর ফাঁকিতে গ্রেফতার ছয়

সপ্তর্ষি সিংহ: রাজ্যে বিপুল কর ফাঁকিতে ছয় জনকে গ্রেফতার করেছে জিএসটি কতৃপক্ষ। বণিকসভা সিআইআই আয়োজিত এক আলোচনাসভায় এসে এই কথা জানালেন সিজিএসটি, সেন্ট্রাল এক্সাইজ কলকাতা শাখার চিফ কমিশনার শ্রবন কুমার। কনফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত জিএসটি বিষয়ক এই আলোচনায় উপস্থিত ছিলেন সিজেএসটি কলকাতা শাখার চিফ কমিশনার শ্রবন কুমার, কমিশনার মনোজ কুমার কেডিয়া, প্যাটন ইন্টারন্যাশনালের এমডি সঞ্জয় বুধিয়া, চেয়ারম্যান সুমিত গোয়েল ও সিআইআই-এর পূর্বাঞ্চলীয় অধিকর্তা জন কুরুভিল্লা। এছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন।

বণিকসভার অনুষ্ঠানের মাঝে শ্রবনবাবু জানান, গত দেড় মাসে প্রায় ৮০০ কোটি টাকা কর ফাঁকির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ১ হাজার অস্তিত্ব বিহীন ভুয়ো সংস্থার নামে জিএসটি ইনভয়েস তৈরী করে কর ফাঁকি দেওয়া হয়েছে। এই ঘটনায় বেশিরভাগ ভুয়ো আইটি সংস্থায় হানা দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার মতো লেনদেন হবে। রাজ্য জুড়ে নিয়মের শিথিলতা শক্ত করার জন্য আরও ৪ হাজার অফিসার নিয়োগ করা হয়েছে। অডিটে ফেয়ার পদ্ধতিতে যদি কাজ হয় তবে জিএসটির বিষয়টি সহজ হবে। ১০ শতাংশ লোক সঠিক পদ্ধতিতে অবলম্বন করে।”

তিনি জানিয়েছেন, এই ঘটনায় কাঁচামালে কর ফেরতের দাবি জানিয়ে বাকি কর যাতে কেউ ফাঁকি দিতে না পারে তা চেষ্টা করা হচ্ছে। তার বক্তব্য, ভুয়ো জিএসটি ইনভয়েস তৈরী করে কাঁচামালে কর ফেরত নেওয়ার একটা সংগঠিত চক্র কাজ করছে। বিভিন্ন পণ্য ও পরিষেবায় বাস্তবের প্রয়োজন মেনে জিএসটি হারের রদবদলের কাজ চলছে এবং আগামী কয়েক মাসের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

তার সংযোজন, রাজ্যে চলতি অর্থ বর্ষের প্রথম ছমাসে জিএসটি আদায় গত বছরের তুলনায় ৬% বেড়েছে যেখানে দেশে ১০% শতাংশ আদায় হয়েছে। এদিন সঞ্জয় বুধিয়া জানান, আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় ব্যবসাকে আরও প্রতিযোগী করে তুলতে জিএসটি বড় ভূমিকা পালন করে।

tax

Six arrested for huge tax evasion in the state

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *