Lung cancer screening launched at Apollo

Lung cancer screening launched at Apollo
Spread the love

ফুসফুসের ক্যান্সার স্ক্রিনিং চালু অ্যাপোলো-তে

প্রাপ্ত বয়স্ক ধূমপায়ীদের মধ্যে ক্রমশ বাড়ছে ফুসফুসে ক্যান্সারের সংক্রমন। ৫০-৮০ বছর বয়সী ব্যক্তিদের ফুসফুস ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য স্ক্রিনিং পদ্ধতি চালু করল বাইপাসের বেসরকারি হাসপাতাল অ্যাপোলো ক্যান্সার সেন্টার। বৃহস্পতিবার হাসপাতালে এক সাংবাদিক বৈঠকে সিনিয়র কনসালটেন্ট চিকিৎসক অশোক সেনগুপ্ত, অরিন্দম মুখার্জি, দেবোপম ব্যানার্জী, বিভাস বিশ্বাস, রশ্মি চন্দ, মেডিকেল অঙ্কলজি পি এন মহাপাত্র সহ অন্যানরা।

চিকিৎসকরা জানান, ফুসফুসের ক্যান্সার প্রাথমিক স্তরে চিকিৎসা শুরু হওয়ায় গত দশ বছরে সংখ্যাটা অনেকটা কমেছে। চিকিৎসকদের পরামর্শ, বছরে একবার ধূমপায়ীদের স্ক্রিনিং টেস্ট করা প্রয়োজন। কিন্তু ধূমপান সুম্পূর্ণ রূপে ত্যাগ করতে হবে বলেও উল্লেখ করেন। তবে পরোক্ষ ভাবে যাঁরা ধূমপানের সঙ্গে যুক্ত নয় তাঁদের এই টেস্টে যুক্ত করা হবে না বলে জানান।

তবে উদ্বেগের বিষয় ক্রমশ ফুসফুসের ক্যান্সার বাড়ছে। এই বিষয়ে চিকিৎসকদের মতামত, একটি সফটওয়্যারের মাধ্যমে এই স্ক্রিনিং টেস্ট হয় ফলে ৬ মাস পর স্ক্রিনিং পরীক্ষায় ধরা পরে। চিকিৎসকদের আক্ষেপ, বহু রোগী শেষ পর্যায়ে এসে রোগ ধরা পরে। ফলে তখন বাঁচানো সম্ভব হয় না। ১৫ শতাংশ রোগী ৫ বছর বাঁচে। যদিও কেমো উন্নত হয় এখন শতাংশের হারে রোগী বাঁচানোর সংখ্যা বাড়ছে।

Apollo

Lung cancer screening launched at Apollo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *