< Left-Congress : ভোট বড় বালাই! মুর্শিদাবাদে কাস্তে-হাতুড়ি-তারা গলায় ঝুলিয়ে সেলিমের পাশে অধীর

Left-Congress : ভোট বড় বালাই! মুর্শিদাবাদে কাস্তে-হাতুড়ি-তারা গলায় ঝুলিয়ে সেলিমের পাশে অধীর

Left-Congress : ভোট বড় বালাই! মুর্শিদাবাদে কাস্তে-হাতুড়ি-তারা গলায় ঝুলিয়ে সেলিমের পাশে অধীর
Spread the love

 

বাম-কংগ্রেস (Left-Congress) জোট করেছে বাংলায়। নির্বাচনে হালে পানি পেতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) মিছিলে হাঁটলেন গলায় সিপিআইএমের প্রতীক ঝুলিয়ে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বাম-কংগ্রেস  জোটের প্রার্থী মহম্মদ সেলিমের (Md Selim) মনোনয়ন পেশের কর্মসূচি ছিল। তিনি সেই কর্মসূচিতে থাকবেন বলে আগেই জানিয়ে ছিলেন অধীর। তবে, শুধু মিছিলে সেলিম ও মীণাক্ষি মুখোপাধ্যায়ের হাত ধরে […]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *