Weather Update : রাজ্যের প্রায় সব জেলাতেই তীব্র দাবদাহ। কালবৈশাখী বা ছিটেফোঁটা বৃষ্টির নামগন্ধও নেই। তাপপ্রবাহের এই আবহেই বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সেচ পরিষেবার প্রাকবর্ষা রক্ষণাবেক্ষণ শুরু করছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে এই খাতে প্রায় ৬৭ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। জলসম্পদ ভবন থেকে নির্দেশনামা জারি করে সেচ দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ারদের এই অর্থ প্রয়োজনমাফিক বিলি-বণ্টনের অঙ্কও বেঁধে দেওয়া […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।