1st Endospinocon conference in Calcutta

1st Endospinocon conference in Calcutta
Spread the love

কলকাতায় প্রথম এন্ডোস্পাইনোকন সম্মেলন

সপ্তর্ষি সিংহ, নিজস্ব প্রতিনিধি : সল্টলেকের বেসরকারি হাসপাতাল এইচপি ঘোষ ও স্পাইন রিসার্চ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে পূর্ব ভারতে প্রথম আয়োজন করতে চলেছে এন্ডোস্পাইনোকন। আগামী শনিবার এন্ডোস্পাইনোকন শীর্ষক সর্বভারতীয় এই আলোচনা অনুষ্টিত হতে চলেছে দ্য সনেট হোটেলে। এই বিষয়ে হাসপাতালে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন চিকিৎসক অমিতাভ বিশ্বাস, সৌম্যজিৎ বসু, ইন্দ্রজিৎ রায়, হাসপাতালের সিইও সোমনাথ ভট্টাচার্য সহ অন্যানরা।সাংবাদিক বৈঠকে জানানো হয় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির ১ম মাস্টারক্লাস সিম্পোজিয়াম বিষয়ে ১০০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন।

এই বিষয়ে চিকিৎসক অমিতাভ বিশ্বাস বলেন, “সম্পূর্ণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি কেবল একটি পদ্ধতিই নয়, এটি সেই সমস্ত রোগীদের জন্য আশা নিয়ে আসে যারা দীর্ঘদিন ধরে মেরুদণ্ডজনিত সমস্যায় ভুগছেন। পোস্ট-অপারেটিভ অস্বস্তি প্রায় নেই বললেই চলে, এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে ওঠা সম্ভব। এটি স্পাইনাল কেয়ারের সংজ্ঞা বদলে দিচ্ছে।”

চিকিৎসক সৌম্যজিৎ বসু জানান, এই অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বলেন, “এন্ডোস্পাইনোকন ২০২৪ একটি ঐতিহাসিক পদক্ষেপ, যেখানে মেরুদণ্ড চিকিৎসার সেরা মস্তিষ্ক একত্রিত হয়ে মিনিামালি ইনভেসিভ কেয়ারের ক্ষেত্রে নতুন মাপকাঠি স্থাপন করবে। এই উন্নত পদ্ধতি পূর্ব ভারতের রোগীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা।”

 

Calcutta

1st Endospinocon conference in Calcutta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *