নন্দন আর্ট একাডেমির চতুর্থ চিত্র প্রদর্শনী
দক্ষিণ কলকাতার গ্যালারি গোল্ডে চিত্রশিল্পী নিত্যানন্দ পালের চতুর্থ শিল্প প্রদর্শনী আয়োজিত হল। তার নিজস্ব চিত্র প্রশিক্ষণ কেন্দ্র নন্দন একাডেমির ছাত্র ছাত্রীদের নিয়ে এক প্রদর্শনী ফুটে উঠল গ্যালারিতে। বিভিন্ন বয়সের ছাত্র ছাত্রীদের হাতে স্কেচ ও রঙ তুলিতে ফুটে ওঠা প্রায় ৫০-৬০টি ছবি নিয়ে এই প্রদর্শনী সজ্জিত হয়েছে।
এদিন প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী তারক গড়াই। তিনি সূচনা পর্বের পর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমানে চিত্র শিল্প অনেক উঁচুতে পৌঁছে গেছে। কেউ যদি শৈশব থেকে এই শিল্পকলাকে নেশা করতে পারে তবে যোগ্যতা অর্জন করবে। একইসঙ্গে তিনি জানান, পরিশ্রমের কোনও বিকল্প নেই ফলে সাধনা করলে উঁচুতে পৌছন যায়।
নিজের প্রদর্শনীর বিষয়ে শিল্পী এদিন জানান, শহরে আগামী দিনে আরও বৃহৎ চিত্র প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে। নিউ গড়িয়া ও নিউটাউনে দুটি একাডেমি রয়েছে। আগামী দিনে শহরের বাইরে তার একক প্রদর্শনীর ইচ্ছা প্রকাশ করেন।
Nandan Art Academy
Fourth Photo Exhibition of Nandan Art Academy
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।