Rezum Water Vapor Therapy launched in Kolkata

Bandhan Life new technology for customer life insurance
Spread the love

রেজাম ওয়াটার ভেপার থেরাপি চালু কলকাতায়

কলকাতা: কলকাতার সামারিটান ডাইগনিস্টিক সেণ্টারে প্রথম চালু হল আধুনিক চিকিৎসা পদ্ধতি। শহরের বিশিষ্ট ইউরোলজিস্টদের উপস্থিতিতে কলকাতা তথা সমগ্র পূর্ব ভারতে পথ চলা শুরু হল রেজাম ওয়াটার ভেপার থেরাপির মত একটি অত্যাধুনিক চিকিৎসা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামারিটান মেডিকেল, সার্জিকাল এবং ক্রিটিক্যাল কেয়ারের কর্পোরেট কমিউনিকেশনস হেড শ্রীমতি বল্লরী চট্টোপাধ্যায়, ডাঃ অম্লান চক্রবর্তী, ডাঃ স্মরণজিৎ চট্টোপাধ্যায়, ডাঃ কৌশিক সরকার, ডাঃ সুনির্মল চৌধুরী, ডাঃ সৌভিক চট্টোপাধ্যায়, ডাঃ নীলাঞ্জন মিত্র সহ শহরের সেরা ইউরোলজিস্টরা।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সামারিটান মেডিকেল, সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের কর্পোরেট কমিউনিকেশনস হেড বল্লরী চট্টোপাধ্যায় জানান, “রেজাম ওয়াটার ভেপার থেরাপি বিপিএইচে আক্রান্ত পুরুষদের জন্য সত্যিই গেম-চেঞ্জার। এই আধুনিক, উদ্ভাবনী থেরাপিটি মিনিমালি ইনভেসিভ প্রসেস এবং কোন রকম অস্ত্রোপচারের প্রয়োজন ছাড়াই এনলার্জড প্রস্টেটের চিকিৎসা সম্ভব। কলকাতা সহ সমগ্র পূর্ব ভারতের রোগীদের এই যুগান্তকারী চিকিৎতসা দিতে পেরে আজ আমরা খুবই আনন্দিত ও গর্বিত।”

Rezum Water Vapor Therapy

Rezum Water Vapor Therapy launched in Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *