‘Swamiji’s Vedanta in Daily Life’ was published

'Swamiji's Vedanta in Daily Life' was published
Spread the love

‘প্রাত্যহিক জীবনে স্বামীজীর বেদান্ত’ প্রকাশিত হল

মহালয়ার পুণ্য তিথিতে মোড়ক উন্মোচন হল স্বামী যোগস্বরূপানন্দ মহারাজের ‘প্রাত্যহিক জীবনে স্বামীজীর বেদান্ত’ বইটির। কলকাতার ওয়াই এম সি এ সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে, স্বামী সোমানন্দ মহারাজ, বিবেকানন্দের ছবির পদপ্রান্তে বইটি উৎসর্গ করেন।

২০২৩ সালের ১৮ জুন থেকে ৮ অক্টোবর পর্যন্ত ‘স্বামী বিবেকানন্দের বেদান্ত ও তার ব্যবহারিক প্রয়োগ’ বিষয়ে স্বামী যোগস্বরূপানন্দ মহারাজের অনলাইন ক্লাসের আলোচনাগুলো লিখিত আকারে এই বইয়ে প্রকাশ করা হয়েছে। যোগস্বরূপানন্দ মহারাজের বক্তব্যের অনুলিপি প্রস্তুত করেন তৎকালীন হায়দরাবাদ নিবাসিনী অনামিকা ভট্টাচার্য এবং ভিডিও সংগ্রহ করেন কলকাতা নিবাসিনী জয়শ্রী দাস।

 

‘Swamiji’s Vedanta in Daily Life’ was published

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *