কোনও অভিনেতা নয়, কাস্টিং ডিরেক্টরকে বিয়ে করলেন অভিনেত্রী আরুষী শর্মা। পাত্র বৈভব বিশান্ত। বলিউডের বেশ কিছু ছবিতে কাস্টিং ডিরেক্টর হিসেবে বেশ পরিচিত বৈভব।
অন্যদিকে কার্তিক আরিয়ানের লভ আজ কাল ছবির সৌজন্য রাতিরাতি লাইম লাইটে চলে আসেন আরুষী। হিমাচলের পাহাড়ে ঘেরা মণ্ডপেই মনের মানুষের সঙ্গে সাতপাকে বাধা পড়লেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। হিমাচলপ্রদেশে জন্মগ্রহণ করেন আরুষী শর্মা। আর সেখানেই বৈভবের গলায় মালা দিলেন নায়িকা।
ছবির সেটেই দুজনের প্রথম দেখা হয়। তারপর প্রেম এবং শেষপর্যন্ত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ও ময়দানের কাস্টিং ডিরেক্টরকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিলেন জনপ্রিয় ওয়েব সিরিজ কালাপানির জ্যোৎস্না ওরফে আরুষী শর্মা।
Entertainment
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।