সন্তান জন্ম দিল পুরুষ গরিলা!
২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস চিড়িয়াখানায় বাস করছে গরিলাটি ( Gorilla )। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এত দিন জানত, এটি পুরুষ। কিন্তু এই তথ্য মিথ্যা প্রমাণ করে সম্প্রতি একটি বাচ্চা জন্ম দিয়েছে সুলি নামের গরিলাটি।
যে স্থান থেকে এসব জীবাশ্ম পাওয়া গেছে, সেটি ‘চীনের পম্পেই’ নামে পরিচিত। এখানে এক সময় আগ্নেয়গিরি ছিল। আর এ কারণেই অনেক কলম্বাস চিড়িয়াখানার কর্তৃপক্ষ বাচ্চাসহ একটি ছবিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে ৮ বছর বয়সী নারী গরিলা সুলি।
এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, একটি গরিলা পুরুষ নাকি নারী, কম বয়সে তা চেনা কঠিন। এটি নিশ্চিত করতে হলে, অন্তত ১২ বছর হতে হয় গরিলার। সুলিকে দেখে এত দিন পুরুষই মনে হয়েছিল।
সংবাদমাধ্যম ইউপিআই ডটকম বলছে, গরিলারা গর্ভবতী হলে সহজে বোঝা যায় না। কারণ, মানবশিশুর মতো গরিলার শিশু এত বড় হয় না। এ ছাড়া নারী গরিলার গর্ভ অনেক বড়।
সূত্র: ইনডিপেনপেন্ট
সূত্র: ইনডিপেনপেন্ট
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।