মডার্ণ লুকে Suzuki র বাইক দেখে ফিদা হয়ে যাবে গার্লফ্রেন্ড! কম দামে জম্পেশ ফিচার সহ ফাটাফাটি মাইলেজ

suzuki gixxer sf price
Spread the love

 

Suzuki Gixxer SF: Maruti Suzuki বিখ্যাত একটি অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির একাধিক মডেল আপনারা ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। এবার 150cc সেগমেন্টে চলে এসেছেন নতুন বাইক, সাথে রয়েছে ফিউল ইনজেক্টটেড ইঞ্জিন। আজকের প্রতিবেদনে আমরা Suzuki Gixxer SF-এর সম্পর্কে বলব।

tvs-xl-ev-e-xl-moped-price

সিটি মোটরসাইকেলের মধ্যে থেকে এটি অন্যতম। রাইডিংয়ের জন্য এটি বেশ আরামদায়ক। Suzuki Gixxer SF-এর ব্রেক বেশ ভালো কাজ করে। ফলে হঠাৎ ব্রেক কষতে হলে কন্ট্রোল হারানোর ভয় নেই। দামের দিক থেকেও খুব একটা খরচ হবে না আপনার।

Suzuki Gixxer SF: ফিচার্স

Suzuki Gixxer SF-এ ঝাক্কাস ফিচার্সের ব্যবহার করেছে কোম্পানি। এতে আপনি ডিস্ক ব্রেকের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ও অ্যানালগ মিটার, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ফিউল গেজ, ডিজিটাল ট্রিপমিটার ইত্যাদি রয়েছে। এই বাইকে ইলেকট্রনিক ফিউল ইনজেকশন আর স্মার্ট কী সুইচ রয়েছে।

yamaha mt 03 price

Suzuki Gixxer SF: ইঞ্জিন

এই ঝাক্কাস বাইকে আপনি 155cc-র এয়ার কুল্ড, ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। যা 8000 rpm-এ 13.6 Ps শক্তি ও 6000 rpm-এ 13.8 Nm টর্ক উৎপাদন করতে পারে । প্রতি লিটারে 50 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক।

Suzuki Gixxer SF: দাম

Suzuki Gixxer SF-এর দাম মাত্র 1 লাখ 73 হাজার টাকা। যেকোনো বাইক কেনার সময় তার ইঞ্জিন আর মাইলেজের পাশাপাশি দাম দেখে নেওয়া ভীষণ দরকার। সবার পক্ষে বেশি দাম দিয়ে বাইক কেনা সম্ভব হয় না। ভারতীয় মার্কেটে বেশ কিছু মডেল বাজেট ফ্রেন্ডলি দামে উপলব্ধ রয়েছে। কিন্তু সব মডেলের তো আর কোয়ালিটি ভালো হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *