Thirteenth Annual Cultural Evening of ‘Commercial Tax’ Department

Thirteenth Annual Cultural Evening of 'Commercial Tax' Department
Spread the love

ত্রয়োদশ বর্ষে ‘বাণিজ্য কর’ বিভাগের সাংস্কৃতিক সন্ধ্যা

‘পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতি’-র অধীনস্থ ‘বাণিজ্য কর’ বিভাগ আয়োজিত ‘ত্রয়োদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’ সম্পন্ন হল ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে। ‘আনন্দ সন্ধ্যা’ শীর্ষক এক বর্ণময় অনুষ্ঠানে বিভাগীয় কর্মী মন্দ্রিতা লাহিড়ী-র উদ্বোধনী সঙ্গীতের পর কবি সৈয়দ হাসমত জালাল-এর হাতে উন্মোচিত হয় সংগঠনের ১৪৩১ সালের শারদীয় পুস্তক ‘নির্ণয়’।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বাণিজ্য কর বিভাগের বিভাগীয় কমিশনার দেবীপ্রসাদ কারানাম, বিভাগের বিশেষ কমিশনার রঞ্জন পাণ্ডা, অর্থ বিভাগের অন্যতম সচিব মলয় ঘোষ, বিশিষ্ট কবি সৈয়দ হাসমত জালাল, সমিতির বর্তমান সভাপতি অরুণকুমার মণ্ডল, প্রাক্তন সভাপতি বাসুদেব বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ।

বাঁকুড়ার লোকসঙ্গীত শিল্পী অর্পিতা চক্রবর্তী তাঁর গানের ডালি নিয়ে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও ‘বাণিজ্য কর’ বিভাগের কর্মচারীদের দ্বারা অভিনীত নাটক ‘ওপরওয়ালা’ দর্শকদের যথেষ্ট পরিমাণে রোমাঞ্চিত করেছে।

 

Commercial Tax

Thirteenth Annual Cultural Evening of ‘Commercial Tax’ Department

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *