< Two poly parks in the state in the advancement of plastics industry

Two poly parks in the state in the advancement of plastics industry

Two poly parks in the state in the advancement of plastics industry
Spread the love

প্লাস্টিক শিল্পের অগ্রগতিতে রাজ্যে দু’টি পলি পার্ক

সপ্তর্ষি সিংহ: রাজ্যে ২টি নতুন পলি পার্ক তৈরী হতে চলেছে বলে জানালেন ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন। দেশের প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন আইপিএফ ৬৫ তম বার্ষিক সাধারণ সভায় এই কথা জানান। সংগঠনের প্রেসিডেন্ট ললিত আগরওয়াল জানান, এই জন্য আগামী কয়েক বছরের মধ্যে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। নতুন পলিপার্ক তৈরী হলে সেখানে প্রায় ২ লক্ষ কর্মসংস্থান হবে। হাওড়ার উলুবেড়িয়ায় প্রায় ৫০ একর জমির উপর একটি প্লাস্টিক পার্ক তৈরী হবে।

উলুবেড়িয়ায় হাব তৈরীর জন্য সরকারের তরফে ১৫০ একর জমি চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে ৫০ একর জমির উপর ৫০০ কোটি টাকা বিনিয়োগে এক পার্ক তৈরী হয়েছে। তিনি উল্লেখ করেন প্রয়োজনীয় নথিপত্রের জন্য অপেক্ষা করছেন তাঁরা। তা হাতে পেলে পার্ক তৈরীর কাজ শুরু হবে। এছাড়াও দুর্গাপুর হাইওয়ের কাছে অন্য একটি জমি খোজা হচ্ছে। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে একটি স্কিল ডেভলপমেন্ট কেন্দ্র তৈরীর পরিকল্পনাও জানান।

 

Two poly parks in the state in the advancement of plastics industry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *