অসহায় মানুষদের পুজো উপহার তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ
রাজ্যের বন্যা কবলিত এলাকায় ত্রান ও সেবাকাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ ( Bharat Sevashram Sangha )। সংঘের হাওড়ার পাঁচলার গঙ্গাধরপুর শাখার উদোগে এবার পুজোর আগে এলাকার গরীব ও পিছিয়ে মানুষের হাতে সঙ্ঘের সন্নাসী স্বামী মহাদেবানন্দের উদ্যোগে প্রায় ৫০০ মহিলাদের হাতে বস্ত্র,আলতা সিঁদুর,সাবান,মাজন, ফ্রুট জুস ও বৃক্ষ চারা তুলে দেওয়া হল।
দূর দুরান্ত থেকে গ্রামের মহিলারা পুজোর আগে এই উপহার পেয়ে খুবই খুশি। মহাদেবানন্দ বলেন সারা রাজ্যের মতো পাঁচলার এই আশ্রম থেকে প্রতি বছর পুজোর আগে সাধারন মানুষদের উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও এলাকার মানুষের উন্নয়নে নানা কাজ করে চলেছে সঙ্ঘ।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।