< কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই Indian Labor Department এ প্রচুর কর্মী নিয়োগ

কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই Indian Labor Department এ প্রচুর কর্মী নিয়োগ

Indian Labor Department
Spread the love

 

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। ভারতের এমপ্লয় ট্রেট ইন্সুরেন্স কর্পোরেশন , মিনিস্ট্রি লেবার এন্ড এমপ্লয়মেন্ট অর্থাৎ Indian Labor Department এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখবেন তারপরে আবেদন করবেন।

 

পদের নাম :- Faculty , Super Specialists , Senior Residents.

বয়স :- যে সকল প্রার্থী Faculty , Super Specialists পদের জন্য আবেদন করবে তাদের বয়স হতে হবে 67 বছরের মধ্যে। আর Senior Residents পদের জন্য বয়স হতে হবে 45 বছরের মধ্যে।

বেতন :- যে সকল প্রার্থী চাকরি করবে তাদের প্রতি মাসে 76,700 টাকা থেকে 2,12,013 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আগে থেকে কোনরকম আবেদন করতে ই
হবে না। আবেদন পত্রটি ডাউনলোড করলে একটি আবেদন ফরম্যাট দেখতে পাবেন সেই আবেদন ফরম্যাট টা প্রিন্ট আউট বার করে নির্ভুল ভাবে ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ স্থানে পৌঁছে যাবেন।

শিক্ষাগত যোগ্যতা :- পদ সম্পর্কিত বেশ কিছু যোগ্যতা থাকতে হবে অবশ্যই অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন।

আবেদন মূল্য :- যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন মূল্য লাগবে 225 টাকা এছাড়া ST/SC/ESIC/female candidate / ex – serviceman/PH candidate দের কোনরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :- Academic Block , ESIC Mch , Desula Mia , Alwar (RAJ) 301030.

আবেদনের শেষ তারিখ :- 04/06/2024.

আপনাদের যদি আমাদের পেজের খবর গুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। আর রোজ এইরকম নতুন নতুন সরকারি ও বেসরকারি চাকরির খবর সবার আগে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন।

OFFICIA NOTICE: CLICK HERE 

OFFICIAL WEBSITE: CLICK HERE 

APPLICATION FORM: CLICK HERE 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *