প্রেমে পড়েছেন বলিউডের বাদশা ! কার প্রেমের সুর বাজছে বাদশার ( Badshah ) মনে ?

প্রেমে পড়েছেন বলিউডের বাদশা ! কার প্রেমের সুর বাজছে বাদশার ( Badshah ) মনে ?

 

পাক অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক বাদশা ( Badshah )। এর আগে বলিউড ডিভা ম্রুণাল ঠাকুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু এখন সেইসব সম্পর্ক অতীত। বেশ কিছুদিন ধরে দশ বছরের ছোট পাকিস্তানি অভিনেত্রী হানিয়ার সঙ্গে প্রেম করছেন বলিউড ব়্যাপার বাদশা, এমনটাই জল্পনা চলছে বলিউডের অন্দরে। এবার সেই ধারণা কিছুটা হলেও বদ্ধমূল হল বাদশার নতুন পোস্টে। সম্প্রতি দুবাইতে একসঙ্গে দেখা গেল দুজনকে। এমনকি দুবাইয়ে তাঁদের পার্টির ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। পাকিস্তানের নায়িকা হানিয়া নিজের ইনস্টাগ্রামের প্রোফাইলে যুগলের ছবিও শেয়ার করেছিলেন।

সেই ছবিতে লাইক ও ইমোজি শেয়ার করেছেন বাদশা। এছাড়াও হানিয়া যে ছবিগুলি শেয়ার করেছিলেন সেখানে একটি মিষ্টির বাক্স রাখা ছিল। যার উপর লেখা মাইসুরু। এই ছবি দেখেই অনুমান পাক নায়িকাকে ভারতের মিষ্টি খাইয়ে মন জয় করেছেন বাদশা! এবার দুবাই থেকে ছবি শেয়ার করে বাদশার সঙ্গে প্রেমচর্চাকে উসকে দিলেন পাক অভিনেত্রী হানিয়া। দুজনের এই ছবি পোস্ট হতেই শোরগোল পড়ে গেছে টিনসেল টাউনে।

Bangla Jago 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *