মঞ্চে নবরূপে ‘দেবী চৌধুরাণী’ ( Devi Chowdhurani )

মঞ্চে নবরূপে 'দেবী চৌধুরাণী' ( Devi Chowdhurani )
Spread the love

নিজস্ব প্রতিবেদক, সপ্তর্ষি সিংহ : উত্তর কলকাতায় আগামী ১৬ ও ১৭ আগষ্ট শোভাবাজার রাজবাড়ি নাটমন্দিরে বসতে চলেছে ঐতিহ্যমন্ডিত নাটকের আসর। ঐতিহাসিক নাটক ‘দেবী চৌধুরাণী’র ( Devi Chowdhurani ) তিনটি বিশেষ শো হবে দু’দিনের নাট্যমন্দির প্রাঙ্গনে। শুক্রবার রাজবাড়ির নাট্যমন্দির প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানানো হয় আয়োজক সংস্থা ‘সুতানুটি পালাপার্বন’এর তরফে। এদিন উপস্থিত ছিলেন যাত্রার তিন বিশিষ্ট শিল্পী কাকলী চৌধুরী, অনল চক্রবর্তী ও রাজু বড়ুয়া। এছাড়াও ছিলেন বাংলা থিয়েটারের দুই নামী শিল্পী সৌমিত্র মিত্র ও বিশ্বজিৎ সরকার। এঁরা সকলেই এই নাটকে অভিনয় করছেন।

একইসঙ্গে সাংবাদিক সম্মেলনে জানানো হয়, নাটকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। নাট্য ব্যক্তিত্ব সম্রাট মুখোপাধ্যায় এবং পরিচালক প্রান্তিক চৌধুরী এই নাটকটি মঞ্চস্থ করছেন। নগর কলিকাতার জন্মদিন সপ্তাহ এবং ভারতের পুণ্য স্বাধীনতাকাল পালনে এই আয়োজন বলে জানানো হয়। ন্যান্সি, সম্রাট বিশ্বাস, সায়ন সহ একঝাঁক শিল্পীরা অভিনয় করবেন। ১৬ আগষ্ট (শুক্রবার) দুপুর তিনটে এবং ১৭ আগষ্ট (শনিবার) দুপুর তিনটে ও সাড়ে ছ’টায়  নাটকটি মঞ্চস্থ হবে।

প্রান্তিক চৌধুরী বলেন, “আমার কাছে ‘দেবী চৌধুরানী’ একটা স্বপ্নের মতো। এই কাজে যাঁরা অভিনয় করছেন তাঁদের অনেকেই অভিনেতা-অভিনেত্রী হিসেবে আমার কাছে ঈশ্বরতুল্য। তাঁদের এক জায়গায় আনা হয়েছে। ফলে এই কাজ থিয়েটারের ইতিহাসে একটা স্মরণীয় জায়গা করে নেবে বলেই আমার বিশ্বাস।”

Devi Chowdhurani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *