AM Medical new center to the north

AM Medical new center to the north

উত্তরে এএম মেডিকেলের নয়া সেন্টার

নিজস্ব প্রতিনিধি:-  বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী ক্লিনিক এএমমেডিকেল উত্তর কলকাতায় পথ চলা শুরু করল। সংস্থার অন্যতম দুই কর্ণধার কনাদ মিত্র ও ডাঃ মুনমুন চট্টরাজের সঙ্গে নয়া সেন্টারের সূচনায় উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল সরকার। ইতিমধ্যে দক্ষিণ কলকাতায় সংস্থার সেন্টার রয়েছে। পশ্চিমবঙ্গে মোট ৪টি সেন্টার রয়েছে বলে জানানো হয়। আগামী দিনে আরো দুটি সেন্টার খোলার বিষয়ে পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে প্রবীনদের জন্য বেশ কিছু ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে।

 

AM Medical new center to the north

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *