ম্যানেজমেন্ট শিক্ষায় চুক্তিবদ্ধ দুই শিক্ষা প্রতিষ্ঠান
সপ্তর্ষি সিংহ, নিজস্ব প্রতিনিধি:- কলকাতায় শিক্ষার মান উন্নয়নে EIILM-Kolkata এবং SEED Infotech-এর মধ্যে প্রোগ্রাম সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠানে। এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন EIILM-Kolkata-এর চেয়ারম্যান ও ডিরেক্টর প্রফেসর ড. রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, SAP India Pvt. Limited-এর কর্পোরেটস অ্যান্ড ইমার্জিং বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রাজীব সিং, এবং SEED Infotech Ltd. ও Honeywell Automation India Ltd.-এর চেয়ারম্যান ড. গণেশ নটরাজন।
প্রফেসর ড. রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্লাউড ERP সিস্টেম ব্যবসা পরিচালনায় বিপ্লব আনবে।
এই প্রোগ্রাম ছাত্রছাত্রীদের শিল্প-উপযোগী নেতা হিসেবে গড়ে তুলবে, যা বিশ্বব্যাপী সংস্থাগুলির ভবিষ্যতকে পরিচালিত করবে। SAP-এর সঙ্গে এই সহযোগিতা আমাদের ছাত্রদের কেরিয়ার উন্নত করার জন্য সেরা সুযোগ নিয়ে আসছে।’ এদিন রঘু বি এস বলেন, ‘আমাদের এই সহযোগিতা SAP পেশাদার তৈরি করার জন্য নিবেদিত। এই প্রোগ্রাম ছাত্রছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণ এবং বিশ্বব্যাপী স্বীকৃত সার্টিফিকেশন প্রদান করে, যা তাদের ডিজিটাল অর্থনীতির নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনের জন্য প্রস্তুত করবে।’
management education