< Business and Beyond 24 in Kolkata

Business and Beyond 24 in Kolkata

Business and Beyond 24 in Kolkata
Spread the love

কলকাতায় বিসনেস অ্যান্ড বিয়ন্ড ২৪

নিজস্ব প্রতিবেদক, সপ্তর্ষি সিংহ : বিএনআই-এর উদ্যোগে বিজনেস অ্যান্ড বিয়ন্ড ২০২৪“, শীর্ষক এক বিজনেস সামিট আয়োজিত হতে চলেছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে। আগামী ৯-১১ আগস্ট এই ব্যবসায়িক সম্মেলনে প্রায় ৫০০-র বেশি শিল্পদ্যোগীরা অংশ নেবে।

কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে বিএনআই কলকাতা সিবিডি(এ ) এবং উত্তর-এর নির্বাহী পরিচালক বিমল সামল জানান, “বিসনেস অ্যান্ড বিয়ন্ড ২০২৪-এ প্রায় ৫০ হাজার বিক্রেতারা হাজির হবেব। গত বছর বিক্রেতাদের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। একইসঙ্গে রাজ্যে শিল্পের পরিবেশ নিয়েও আশা প্রকাশ করেন।”

এদিন উপস্থিত ছিলেন কমিটির কো-চেয়ারম্যান সুনীল মালপানি ও  রাজেশ আগরওয়াল এবং কিউ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠাতা নবীন সরফ।

 

Business and Beyond 24 in Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *