SRL Fashion Jewellery’s pendant shoot is eye-catching

SRL Fashion Jewellery's pendant shoot is eye-catching

SRL ফ্যাশন জুয়েলারির পেনডেন্ট শুট সবার নজর কাড়ছে

 

সম্প্রতি এক অনন্য জুয়েলারি ব্র্যান্ডের ফটোশুট সম্পন্ন হলো। এস আর এল ফ্যাশন এন্ড অ্যাপাড়ালের অন্তর্গত সাব ব্র্যান্ড এস আর এল ফ্যাশন জুয়েলারি বিভিন্ন রকমের স্টোন ও ক্রিস্টাল এর গলার হার, পেন্ডেন্ট, কানের দুল, আংটি, ব্রেসলেট, ও সিটি গোল্ড এর গয়নার সেট, ইত্যাদি একদম মডার্ন ডিজাইন এর গয়না ও বিক্রি করে থাকে।

SRL Fashion Jewellery's pendant shoot is eye-catching

তারই মধ্যে টাইটানিক চলচ্চিত্র খ্যাত নায়িকার গলার হার্ট শেপের স্টোন পেনডেণ্ট সমেত নেকলেস এর রেপ্লিকা হলো অন্যতম বেস্ট সেলার।

যদিও সিনেমাতে শুধু নীল রঙ্গেই দেখা গেছে লকেট টা, কিন্তু এস আর এল ফ্যাশন এর কাছে নীল এবং লাল, এই ২ রকমই পাওয়া যাচ্ছে। নীল টির শুধু গলার নয়, কানের ও হাতের ও পাওয়া যাচ্ছে পুরো সেট।

এই দুই জুয়েলারির সম্প্রতি শুট করলেন মডেল অঙ্কিতা দত্ত, ও মাম্পি মন্ডল।

নীল গয়নার সেটটি পড়লেন ম্যাম্পি, এবং লালটি পড়লেন অঙ্কিতা।

SRL Fashion Jewellery's pendant shoot is eye-catching
SRL Fashion Jewellery’s pendant shoot is eye-catching

এস আর এল গ্রপের কর্ণধার সর্বজিৎ ঘোষ স্বয়ং এই শুটের পরিচালনা ও প্রযোজনা করেছেন। মডেলদের মেকাপ করেছেন রুহি দাস, আর চিত্রগ্রহণ করেছেন প্রমিথ গাঙ্গুলি। ড্রেস দিয়েছে এস আর এল ফ্যাশন গার্মেন্টস।

শুধু গলার হার সমেত পেনডেন্ট কিনলে ৫৯৯ টাকা এবং নীল রঙের ক্ষেত্রে কানের দুল সমেত কিনলে ৯৯৯ টাকা।

SRL Fashion Jewellery’s pendant shoot is eye-catching

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *