প্রথম ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নেট মুনাফা বৃদ্ধি
সপ্তর্ষি সিংহ: তাঁর হাতে মাইক্রোফিন্যান্স সংস্থা বন্ধন তৈরী হওয়ার পর সূচনা বেসরকারি ব্যাঙ্ক হিসাবে হয়েছিল। বাঙালি ব্যবসায়ী হিসাবে বন্ধন ব্যাঙ্কের সিইও এবং এমডি পদে এতদিন আসীন ছিলেন চন্দ্রশেখর ঘোষ। আসন্ন বাজেটের পর ২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট পেশ করা হল। তাঁর অবসরের পর এই প্রথম চন্দ্রশেখর ঘোষকে ছাড়া সাংবাদিক বৈঠক হল যেখানে ব্যাঙ্কের এমডি এবং সিইও রতন কুমার কেশ উপস্থিত ছিলেন। তিনি জানান, সিএস ঘোষকে ছাড়া বন্ধন ব্যাঙ্কের কার্যপ্রণালী চালানো চ্যালেঞ্জ এবং ব্যাঙ্কের পরিকল্পনা করাও অত্যন্ত কঠিন বিষয়। তবুও আমরা ব্যাঙ্কের উন্নয়নে অগ্রসর হওয়ার একাধিক লক্ষ্যমাত্ৰা নেওয়া হচ্ছে। গ্রাহক পরিষেবার ক্ষেত্রে উন্নত পরিকাঠামো প্রদান করতে ব্যাঙ্ক দায়বদ্ধ। পূর্বভারতে ব্যাংকিং পরিষেবায় কতটা জোর দেওয়া হচ্ছে? এই প্রসঙ্গে মিঃ কেস আমরা পূর্ব ভারতে পরিষেবা প্রদানে দায়বদ্ধ প্রতিশ্রুতি পালন করছি। যেখানে এক ছাদের নীচে গ্রাহকরা সব পরিষেবা উপলব্ধ করতে আমরা শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে সচেষ্ট।
এদিন ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, ২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আর্থিক ফলাফলে ব্যাঙ্কের মোট ব্যবসা ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা দাঁড়িয়েছে ২. ৫৯ লক্ষ টাকা। ব্যাঙ্কের মোট অমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমান প্রায় ৬৯ শতাংশ। বর্তমানে ভারতে ব্যাঙ্কের ৬৩০০টি আউটলেটের মাধ্যমে ৩. ৪৪ কোটি গ্রাহককে পরিষেবা দেওয়া হয়। ২৩-২৪ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে মোট অমানতের ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৩৩ কোটি টাকা হয়েছে। ব্যাঙ্কের মোট ডিপোজিট বুক এখন দাঁড়িয়েছে ১.৩৩ লক্ষ কোটি। চলতি বছরে আরও ৫০০ টি নতুন ব্যাঙ্কের শাখা খোলা হয়েছে। একইসঙ্গে গৃহ ঋণের ক্ষেত্রে গত অর্থ বর্ষে বাড়ছে বলে জানানো হয়েছে। ৩ হাজার ৫ কোটি ব্যাঙ্কের নেট প্রফিট হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
Bandhan Bank net profit growth in the first quarter
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।