103rd birth anniversary of music guru Subinoy Roy

সঙ্গীত গুরু সুবিনয় রায়ের ১০৩ তম জন্মবার্ষিকী সুর সাধক সঙ্গীত গুরু সুবিনয় রায়ের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হল কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্বামী বিবেকানন্দ হলে। আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠানে গুরু সুবিনয় রায়ের উপর একটি
Spread the love

সঙ্গীত গুরু সুবিনয় রায়ের ১০৩ তম জন্মবার্ষিকী

সুর সাধক সঙ্গীত গুরু সুবিনয় রায়ের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হল কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের স্বামী বিবেকানন্দ হলে। আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠানে গুরু সুবিনয় রায়ের উপর একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ মহারাজ। রবীন্দ্রনাথের গানে প্রেম ও সমাজ বিষয়ে গীতি আলেখ্য মঞ্চস্থ হয়। তাতে অংশগ্রহণ করেন অদিতি গুপ্ত, সাগরময় ভট্টাচার্য, ডাক্তার সৌম্য ভট্টাচার্য, অধ্যাপক মানসী রায়চৌধুরী, সংঘমিত্রা ভট্টাচার্য, সুভাশিস মজুমদার এবং ইন্দ্রানী ভট্টাচার্য। বিশেষভাবে উল্লেখযোগ্য অদিতি গুপ্ত, ইন্দ্রানী ভট্টাচার্য এবং শুভাশিস মজুমদার এর সঙ্গীত নিবেদন। সঙ্গতে ছিলেন তীর্থঙ্কর দেব,গৌতম রায়,রানা দত্ত।

স্বামী সুপর্ণানন্দ মহারাজ তার বক্তব্যে রবীন্দ্র গানে সুবিনয় রায়ের অবদান তুলে ধরেন। পূর্ণ প্রেক্ষাগৃহে দর্শকরা বারবার করতালির মাধ্যমে অনুষ্ঠানের সাফল্য প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠান এবং গীতিনাট্যর ভাবনা সংকলন ও গ্রন্থনা সংগীত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্যের। তার সহায়তায় আগামী দিনেও আরো এরকম অনুষ্ঠান মঞ্চস্থ হোক সেই আশা প্রকাশ করেন দর্শকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুদীপ্তা মুখার্জী ও তাপস চৌধুরী।

103rd birth anniversary of music guru Subinoy Roy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *