< কলকাতায় Ravinik-এর প্রথম বিপনি

কলকাতায় Ravinik-এর প্রথম বিপনি

কলকাতায় Ravinik-এর প্রথম বিপনি
Spread the love

 

সপ্তর্ষি সিংহ: প্রসাধনী সামগ্রীর বিপনি ‘ Ravinik ‘ দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন অঞ্চলে নিজেদের ব্যবসায়িক যাত্রা শুরু করল। ট্রেন্ডিং ফ্যাশন থেকে শুরু করে এথনিক কালেকশনের বিভিন্ন আধুনিক ডিজাইনের পরিধানের সামগ্রী পাওয়া যাবে এখানে। এই নয়া বিপনিতে পুরুষ এবং মহিলাদের পোশাকের জন্য আলাদা বিভাগ রয়েছে বলে জানান সংস্থার সহ প্রতিষ্ঠাতা নিশান্ত সিং।

 

তিনি বলেন, “আমরা কলকাতায় আমাদের নতুন রাভিনিক স্টোর চালু করতে পেরে আনন্দিত, যেটি সরোদা পল্লী, ভিআইপি বাজার, ইএম বাইপাস, কলকাতায় অবস্থিত, আমাদের ব্যতিক্রমী পরিষেবা এবং চমৎকার ডিজাইনগুলি মানুষের কাছে পছন্দের।”

 

এদিন উপস্থিত ছিলেন ব্যবসায়িক প্রতিষ্ঠাতা নেহাল সিং। তিনি জানান, সুরাট ও আহমেদাবাদে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। পরবর্তী সময়ে রাজ্যে আরও বিপনি খোলার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *