Nadia : মান-অভিমান ভুলে আবারো যোগদান করলেন তৃণমূলে

মান-অভিমান ভুলে আবারো যোগদান করলেন তৃণমূলে। nadia

মান-অভিমান ভুলে আবারো যোগদান করলেন তৃণমূলে

নদীয়া, প্রতিনিধি :- গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে দলেরই অনেকে প্রার্থী হয়েছিলেন নিজেরাই অনেকে আবার দলীয় পদমর্যাদা থাকা সত্ত্বেও নিয়মিত সেই নির্বাচনে নির্দল প্রার্থীর হয়ে সহযোগিতা করেছিলেন। তাদের তালিকা প্রস্তুত করে দলীয় সভাপতি পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে। সাসপেন্ড করা হয় প্রত্যেককে , জানানো হয়েছিল দলের সাথে কোন ভাবে তাদের কোন সম্পর্ক নেই। যদিও নির্বাচন ফলাফল প্রকাশিত হওয়ার পর বিক্ষিপ্ত কয়েকটি ঘটনায় তারা যোগদান করলেও বেশিরভাগ ক্ষেত্রে তারা ছিলেন দলের বাইরে। একদিকে যেমন তাদের রাগ অভিমান কিছুটা লাঘব হয়েছে অন্যদিকে দলীয় কর্মীদের প্রতিও দলের উচ্চ নেতৃত্বর অভিমান কমেছে যদিও এ প্রসঙ্গে নেতৃত্বরা জানান আবেদনের ভিত্তিতেই এই যোগদান করানো হচ্ছে।
নদীয়ার রানাঘাট ওয়ান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তাপস ঘোষ আজ এই রকমই ৩০ জন কে যোগদান এর ব্যবস্থা করেন । এ প্রসঙ্গে তিনি বলেন রানাঘাট এক এবং দুই, ক্রিশমা, কালীনারায়নপুর হবিবপুর অঞ্চলের নজন জয়ী পঞ্চায়েত সদস্য এবং ২১ জন প্রার্থী হয়েছিলেন তবে জয়যুক্ত হতে পারেননি এমন তৃণমূল কর্মীদের আবারো ফেরানো হলো দলে। তবে জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর কাছে আজ রাজ্য কমিটির পক্ষ থেকে এইরকমই এক নির্দেশ আসার পর তিনি দলীয় মুখপাত্র এবং প্রাক্তন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি বাণীকুমার রায়ের উপর দায়িত্ব দেন তার হাত থেকেই তৃণমূলের পতাকা নিয়ে আজ চলে এই যোগদান। যার মধ্যে উল্লেখযোগ্য রামনগর দু’নম্বর পঞ্চায়েতের উপপ্রধান উৎপল বিশ্বাস রয়েছেন তেমনই হবিবপুরের প্রাক্তন প্রধান গোপাল ঘোষ এবং কালীনারায়নপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপা দাশ ঘোষ।
তবে আসন্ন সাংসদ নির্বাচনের প্রাক্কালে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দলীয় প্রার্থীর পক্ষে সুবিধা জনক বলে মনে করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা । তবে বিরোধীদের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে ভোটের আগে প্রচার বাড়াতেই এ ধরনের চমকপ্রদ কর্মসূচি এর আগেও তারা স্থানীয়ভাবে তৃণমূলই করতেন। বহিষ্কার কিংবা যোগদান কোনটাই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নয়। nadia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *