দেশের সাংস্কৃতিক নগরী কলকাতা। ফ্যাশান, ফিউশনের ফাটাফাটি ফুটস্টেপও। ফুরফুরে বসন্ত কিংবা গনগনে গরমেও কল্লোলিনীর ফ্যাশন কালচার আর স্টাইল স্টেটমেন্ট টক্কর দিতে পারে বিশ্বের যেকোনও শহরকে। ট্র্যাডিশনাল ধুতি-পাঞ্জাবির এথনিক লুক হোক, কিংবা জিনস-জ্যাকেটের জমকালো জমিদারিতে কলকাতা ‘কুল অ্যান্ড ক্যারিশমেটিক’। এই পাঁচমিশালী পরিধেয় পথ ধরেই কলকাতা উপহার দিয়েছে চোখ ধাঁধানো, মন মাতানো সুপার মডেল, ফ্যাশান ডিজাইনারদের। দুনিয়ার […]