ফিলিপাইনে ১১৪ ফুট ৭ ইঞ্চি লম্বা মোরগ! নাম উঠেছে গিনেস বুকেও, আসলে কী এটা?
একটি বিশাল মোরগ, এতটাই বড় যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। আয়তন ১১৪ ফুট ৭ ইঞ্চি লম্বা।
ওয়েব ডেস্ক : একটি বিশাল মোরগ, এতটাই বড় যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। আয়তন ১১৪ ফুট ৭ ইঞ্চি লম্বা। বিশ্বাসযোগ্য না মনে হলেও, এটাই সত্যি। আসলে এটি মোরগ আকৃতির একটি ভবন। এই ভবনের আকার-আকৃতি, বিশালতায় বিস্মিত হয়েছে গোটা পৃথিবী। তবে বিশ্বের সবচেয়ে বড় মোরগের আকৃতির মতো ভবন এর আগে শোনা বা দেখা যায়নি। ফিলিপাইনে এই ১১৪ ফুট ৭ ইঞ্চি লম্বা ভবন আছে, যা গিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়েছে।
স্থাপত্য শৈলী ও নান্দনিকতার ছোঁয়ায় তৈরি বিশ্বে অসংখ্য দৃষ্টি নন্দন ভবন রয়েছে। সেটা বিশ্বের সর্বোচ্চ উঁচু ভবন বুর্জ খলিফা কিংবা তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের প্রাসাদ। এই ভবন গুলি সব সময়ই বিস্মৃত করেছে বিশ্ববাসীকে। সেই তালিকাতেই যুক্ত হল এই মোরগ আকৃতির ভবনটি।
ফিলিপাইনের নেগ্রোস অক্সিডেন্টালে অবস্থিত ক্যাম্পেস্টোহান হাইল্যান্ড রিসোর্ট একটি মোরগ-আকৃতির বিল্ডিং তৈরি করেছেন। এই মোরগ আকৃতির ভবনটি এতটাই বড় যে অনেক দূর থেকেই সেটিকে লক্ষ্য করা যায়। অভিনব এই ভবন তৈরির আইডিয়া চারপাশে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
মোরগ আকৃতির এই ভবনটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এতে মোট ১৫টি ঘর রয়েছে। সব ক’টাতেই এসির ব্যবস্থা রয়েছে। অবাক করা ব্যাপার হল, এসির বাইরের যন্ত্রটি ভবনের বাইরে থেকে দেখাই যায় না। হোটেলের মালিক রিকার্ডো কানো গোয়াপো তান বলেন, ‘আমার এরকম একটি অদ্ভুত আকৃতির হোটেল বানানোর পেছনে একটাই কারণ, যাতে অনেক দূর থেকে ভবনটি আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করতে পারে।’
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে তিনি তাঁর এই হোটেল সম্পর্কে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমার এরকম অদ্ভুত কিছু একটা করার স্বপ্ন ছিল। এমন একটা কিছু যা সবার থেকে আলাদা। আর আমার হোটেলটাকে নিয়ে স্বপ্ন বহুদিনের। তাই সেটাকেই এমন কিছু করলাম, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। সেই সঙ্গে যাতে মানুষের কাছে আজীবন প্রশংসনীয় হয়ে থেকে যায়।’
তিনি আরও বলেন, ‘আসলে এটা শুধুই মাত্র একটি মোরগ নয়। স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাজানি আমি হোটেল থেকে মোরগের আকৃতি দিয়েছি। ফিলিপাইনের সংস্কৃতিতে মোরগকে শান্তি, শক্তির রূপক হিসেবে দেখা হয়। আমি সেই বার্তাই মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি।’
This Hotel In The Philippines Is The World’s Largest Chicken-Shaped Building
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।