শশী থারুর কলকাতায় Prabha Khaitan Foundation এর বুক ব়্যাক উন্মোচন করলেন

শশী থারুর কলকাতায় Prabha Khaitan Foundation এর বুক ব়্যাক উন্মোচন করলেন
Spread the love

শশী থারুর তাঁর সাম্প্রতিক প্রকাশিত বই ‘এ ওয়ান্ডারল্যান্ড অব ওয়ার্ডস’ উন্মোচন করলেন। তিনি যখন অ্যারাউন্ড দ্য ওয়ার্ড ইন ১০১ এসেস’ বই থেকে পাঠ করছিলেন, তখন তার বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। ৬৮ বছর বয়সী থারুর কলকাতা ভিত্তিক অলাভজনক সংস্থা প্রভা খৈতান ফাউন্ডেশনের বই ব়্যাক চালু করেন তাজ সিটি সেন্টার হোটেলে। শশী থারুর বলেন, ‘প্রভা খেতান ফাউন্ডেশন এমন একটি সংস্থা যার সঙ্গে আমি বহু বছর ধরে জড়িত।’ এরা দেশের বিভিন্ন জায়গায় বই প্রচারে দারুণ কাজ করেছে।
তিনি বলেন, “বইটি বিনোদনযোগ্য এবং প্রক্রিয়াতে যদি এটি শিক্ষিত করতে পারে তবে এর উদ্দেশ্য সিদ্ধ হবে।’ উল্লেখ্য বইটি প্রকাশ করেছে আলেফ বুক কোম্পানি।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পপতি হর্ষবর্ধন নাওটিয়া, মল্লিকা ভার্মা, গৌরী বসু, মনীষা জৈন, অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল রায়।

 

Prabha Khaitan Foundation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *