কান্না নয় হাসতে থাকো আমরা আছি তোমাদের পাশে : স্বপ্নচারী
সামাজিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে হাওড়ার আন্দুল মাশিলায় বিশেষ দৃষ্টান্ত রেখেছে স্বপ্নচারী চারিটেবল ট্রাস্ট। মাত্র এক বছর বয়সে ১১ টিরো বেশি বিভিন্ন প্রকল্পে মানুষের মনকে দোলা দিয়েছে। সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ খুশি থাকলে এটাই বড় প্রাপ্তি স্বপ্নচারী চারিটেবল ট্রাস্টের ক্ষুদে থেকে বৃদ্ধ-বৃদ্ধা সবাইকে নিয়েই প্রচেষ্টা এই ট্রাস্টের। কান্না নয় হাসতে থাকো আমরা আছি তোমাদের পাশে এটাই মুল লক্ষ্য স্বপ্নচারী চারিটেবল ট্রাস্টের।
Don’t cry, keep smiling, we are with you: Swapnachari
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।