সামনেই T20 বিশ্বকাপ। চলতি বছর বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আইপিএল-এর পরই শুরু হবে বিশ্বকাপ যুদ্ধ। তারই প্রস্তুতিতে টিম ইন্ডিয়া। কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে ভারতীয় দল। আর তার আগেই দলের দুই ওপেনারের নাম জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির উচিত বিশ্বকাপে ওপেন করা।
এই নিয়ে এক সাক্ষাতকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” আমার মতে, টি-২০ বিশ্বকাপে কোহলি এবং রোহিতের ওপেন করা উচিত। শুরু থেকেই ভারতকে চালিয়ে খেলতে হবে। রোহিত, বিরাট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারকে দরকার। প্রত্যেকের অসামান্য প্রতিভা রয়েছে। ছয় মারার দক্ষতাও প্রশ্নাতীত।” এখানেই না থেমে সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলেন, “ ভারতকে ভয়ডরহীন খেলতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টি-২০ তরুণদের খেলাতে হবে এরকম কোনও নিয়ম নেই। চল্লিশের কোঠায় থেকে জেমস অ্যান্ডারসন যদি এখনও টেস্ট খেলতে পারে এবং ৩০ ওভার বল করতে পারে, এমএস ধোনি যদি এখনও অবলীলায় ছয় মারতে পারে তাহলে সবই সম্ভব। ভয়ডর ছাড়া খোলামনে টি-২০ খেলতে হবে। “
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।