OTT : চলচ্চিত্র উত্সবের আঙিনা পেরিয়ে এবার সিনেমাহল ও ওটিটিতে মুক্তি পেতে চলেছে অঞ্জন দত্তের চালচিত্র এখন। এই প্রথমবার ওটিটি ও বড়পর্দায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে কোনও ছবি। আগামি মে মাসে মুক্তি পাবে অঞ্জন দত্ত পরিচালিত মৃণাল সেনের বায়োপিক চালচিত্র এখন। বহু অপেক্ষার অবসান। আসছে চালচিত্র এখন। অঞ্জন দত্তের পরিচালনায় মৃণাল সেনকে নিয়ে এই ছবির জন্য যেন মুখিয়ে আছে দর্শক। সোমবার প্রকাশ্যে এল পোস্টার। আগামি ১০ মে একটি জনপ্রিয় ওটিটিতে মুক্তি পাবে ছবিটি। এর পাশাপাশি কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ছবিটি।
বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেনের জীবন দর্শন থেকে শুরু করে সিনেমার প্রতি তাঁর যে অগাধ ভালোবাসা সেই সবই উঠে আসবে চালচিত্র এখন-এ। ছবিটিতে পরিচালনার সঙ্গে মৃণাল সেনের চরিত্রে নিজে অভিনয় করেছেন অঞ্জন দত্ত। তবে, ছবির হল রিলিজের আগে এই ছবিটি একাধিক ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ডে সেরা ছবির তকমা পেয়েছে। এবং ঢাকা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত। তাই পর্দায় মৃণাল লুকে অঞ্জনকে দেখতে মুখিয়ে রয়েছে তাঁর ভক্তরা।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।