সপ্তর্ষি সিংহ: নির্বাচন কমিশন মহিলাদের ক্ষমতায়ন এবং নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যা হল পিঙ্ক বুথ। এই উদ্যোগের অংশ হিসেবে মহিলাদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে Desun Hospital ‘পিঙ্ক বুথ’-এ স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি কিট বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। সপ্তম দফার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মহিলাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য কিট প্রদান করা হল হসপিটালের পক্ষ থেকে।
এদিন Desun Hospital গ্রুপের ডিরেক্টর শাওলি দত্ত, সিনিয়র কনসালটেন্ট সহ মেডিকেল ডিরেক্টর ডাঃ সুজয় রঞ্জন দেব, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডাঃ অপরূপা ঘোষ এবং ডিরেক্টর ক্রিটিক্যাল কেয়ার ডাঃ মোহিত খারবান্দা এবং জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক উপস্থিত ছিলেন।
হসপিটালের পক্ষ থেকে এদিন জানানো হয়, কমিশনের হাতে ১০টি হুইল চেয়ার সহ ৪০টি বুথে মহিলাদের জন্য ১৫০টি কিট তুলে দেওয়া হয়েছে।
সপ্তর্ষি সিংহ! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৫ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সাংবাদিক হিসেবে কর্মরত।