ফ্রান্সে ‘ডিলপ্লোমে ডি মেডিয়াল ডি ইটেন’ পুরষ্কারে ভূষিত কলকাতার স্বাতী
সপ্তর্ষি সিংহ : কলকাতার ( Kolkata ) বিশিষ্ট চিত্রশিল্পী স্বাতী ঘোষ এবার ফ্রান্সের প্যারিসে ‘আর্টস-সায়েন্স-লেট্রেস’ এসোসিয়েশনের উদ্যোগে ‘ডিলপ্লোমে ডি মেডিয়াল ডি ইটেন’ পুরষ্কারে ভূষিত হলেন। চিত্র শিল্পক্ষেত্রে উল্লেখ্যোগ্য অবদানের জন্যে প্রতি বছর এই পুরষ্কার দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন দেশের চিত্র শিল্পীদের। স্বাতী ঘোষকে একমাত্র ভারতীয় শিল্পী হিসাবে এই পুরষ্কার তুলে দেওয়া হয় গত ৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসে এক অনুষ্ঠানে। দেশ বিদেশের বহু শিল্পী ও কলাকুশলী এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার পেয়ে অভিভূত স্বাতী ঘোষ জানান, শুধুমাত্র ভারতবর্ষেই নয়, বিভিন্ন দেশে বহু বছর ধরে তার সৃষ্টি শিল্পকর্মের জন্য পুরস্কৃত হয়েছেন তিনি। ফ্রান্স এবং ইতালিতে বহুদিন ধরে চলেছে তার চিত্র প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন বিষয়ের উপর আঁকা তার শিল্প কর্মের উপর ভিত্তি করেই তাকে এই পুরস্কার দেওয়া হল। তিনি খুবই খুশি। উল্লেখ্য,আর্টস-সায়েন্সেস-লেট্রেস সোসাইটি, যা এক শতাব্দীরও বেশি পুরনো। এই প্রতিষ্ঠান সেই ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার জন্য বিখ্যাত যারা সংস্কৃতির প্রচারে এবং তাদের কাজের মাধ্যমে তাদের নিজ নিজ ক্ষেত্রে সৃজনশীলতাকে উত্সাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিল্প, সাহিত্য এবং বিজ্ঞানের বহু প্রভাবশালী ব্যক্তিত্ব অতীতে এই সোসাইটি দ্বারা সম্মানিত হয়েছেন।
ভারতীয় নাগরিকরা মনে করেন স্বাতী ঘোষের এই কাজ আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে। এমন একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার স্বীকৃতি ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত। এই পুরস্কার প্রাপ্ত একমাত্র ভারতীয় নাগরিক হিসাবে, তিনি আবারও বিশ্বস্তরে ভারতীয় শিল্পের মর্যাদা বাড়িয়ে দিলেন।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।