< Entertainment : বই না পড়ার ক্ষতি জানাল “তাহাদের কথা” ,ছবিতে কারা অভিনয় করেছেন ?

Entertainment : বই না পড়ার ক্ষতি জানাল “তাহাদের কথা” ,ছবিতে কারা অভিনয় করেছেন ?

Entertainment : বই না পড়ার ক্ষতি জানাল “তাহাদের কথা” ,ছবিতে কারা অভিনয় করেছেন ?
Spread the love

 

বইপাড়ার এক অনন্য গল্প নিয়ে আসতে চলেছেন পরিচালক সুব্রত ঘোষ। ছবির নাম তাহাদের কথা। আগামি মে-তে মুক্তি পাবে ছবিটি। তার আগে শহরের এক রেস্তোরায় হয়ে হয়ে ছবির ট্রেলার লঞ্চ। ছবিতে একজন কর্পোরেট অফিসের চাকুরীজীবী অনলের ভূমিকায় দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্তকে। আর রাজনন্দিনীকে দেখা যাবে অনিন্দ্যর প্রেমিকার চরিত্রে। ছবির ট্রেলার লঞ্চে দুজনেই ছবির শ্যুটিংয়ের গল্প শোনালেন সকলকে।

অনিন্দ্য ও রাজনন্দিনীর মত এই ছবির আরেক প্রেমিক যুগল হলেন ঋষভ এবং তৃষা। ছবিতে বারডান্সার প্রিয়াঙ্কার ভূমিকায় রয়েছেন নবাগতা তৃষা। আর নকশাল যুবনেতা রফিকুলের ভূমিকায় অভিনয় করেছেন ঋষভ। ছবির গল্পটাই এই ছবির ইউএসপি বলে মনে করেন তাঁরা।

বই পড়া হচ্ছে না বলে আমরা কতটা সামাজিকভাবে পিছিয়ে পড়ছি। প্রকাশক,পাঠক,লেখক এবং তাদের মধ্যেকার সংকটকে তুলে ধরার চেষ্টা করবে এই ছবি। ফলে পরিচালক সুব্রত ঘোষের তাহাদের কথা যে এক নতুন ধরনের স্বাদ নিয়ে আসতে চলেছে টলিপাড়ার সিনে জগতে তা বলা যেতেই পারে।

Entertainment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *