বইপাড়ার এক অনন্য গল্প নিয়ে আসতে চলেছেন পরিচালক সুব্রত ঘোষ। ছবির নাম তাহাদের কথা। আগামি মে-তে মুক্তি পাবে ছবিটি। তার আগে শহরের এক রেস্তোরায় হয়ে হয়ে ছবির ট্রেলার লঞ্চ। ছবিতে একজন কর্পোরেট অফিসের চাকুরীজীবী অনলের ভূমিকায় দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্তকে। আর রাজনন্দিনীকে দেখা যাবে অনিন্দ্যর প্রেমিকার চরিত্রে। ছবির ট্রেলার লঞ্চে দুজনেই ছবির শ্যুটিংয়ের গল্প শোনালেন সকলকে।
অনিন্দ্য ও রাজনন্দিনীর মত এই ছবির আরেক প্রেমিক যুগল হলেন ঋষভ এবং তৃষা। ছবিতে বারডান্সার প্রিয়াঙ্কার ভূমিকায় রয়েছেন নবাগতা তৃষা। আর নকশাল যুবনেতা রফিকুলের ভূমিকায় অভিনয় করেছেন ঋষভ। ছবির গল্পটাই এই ছবির ইউএসপি বলে মনে করেন তাঁরা।
বই পড়া হচ্ছে না বলে আমরা কতটা সামাজিকভাবে পিছিয়ে পড়ছি। প্রকাশক,পাঠক,লেখক এবং তাদের মধ্যেকার সংকটকে তুলে ধরার চেষ্টা করবে এই ছবি। ফলে পরিচালক সুব্রত ঘোষের তাহাদের কথা যে এক নতুন ধরনের স্বাদ নিয়ে আসতে চলেছে টলিপাড়ার সিনে জগতে তা বলা যেতেই পারে।
Entertainment
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।