Honda তাদের CB150R Exmotion ভারতে লঞ্চ করেছে। এটি তাদের ন্যাকেড ক্যাটাগরির বাইক। এই জাপানি ব্র্যান্ড বিশ্বের বেশকিছু দেশে ব্যবসা করছে। বহু বছর ধরে এই কোম্পানি টু-হুইলার সেক্টরে নাম অর্জন করেছে।
Honda-র বিখ্যাত মডেল CB150R Exmotion এবার বাংলাদেশে পাওয়া যাবে। এটি 150cc সেগমেন্টের মডেল। এর ওজন 123 কেজি। 135 কিলোমিটার বেগে ছুটতে পারে Honda CB150R Exmotion। জেনে নিন বিস্তারিত।
Honda CB150R Exmotion: ইঞ্জিন
এই বাইকে 149cc -র লিকুইড কুল্ড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 14.50 Nm টর্ক ও 20 HP শক্তি উৎপাদন করে। ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। এই বাইকে 57.30 মিলিমিটারের বোর আর 57.80 মিলিমিটারের স্ট্রোক রয়েছে। Honda CB150R Exmotion -এর কম্প্রেশন রেশিও 11.3:1। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে ছোটে এই মডেল। প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Honda CB150R Exmotion: ডাইমেনশন
এই বাইকের দৈর্ঘ্য 1973 মিলিমিটার, প্রস্থ 822 মিলিমিটার, উচ্চতা 1053 মিলিমিটার আর ওজন 123 কেজি। এতে 8.50 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। Honda CB150R Exmotion -এর হুইলবেস 1296 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 139 মিলিমিটার।
Honda CB150R Exmotion বাইকের স্পেসিফিকেশন
এই বাইকের সামনে 41 মিলিমিটারের টেলিস্কোপিক আপ-সাইড ডাউন ফোর্ক আর পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। এছাড়া এই বাইকে অ্যালয় হুইল রয়েছে। সুরক্ষার জন্য Honda CB150R Exmotion -এ ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে।
Honda CB150R Exmotion-র ফিচার্স
এই বাইকে LED হেডল্যাম্প, LED টার্ন ল্যাম্প, LED টেইল লাইট রয়েছে। এছাড়া এই মডেলে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্যাকোমিটার আর ডিজিটাল ওডোমিটার রয়েছে।
Honda CB150R Exmotion বাইকের দাম
বাংলাদেশে Honda CB150R Exmotion-এর দাম 7 লাখ 55 হাজার BDT।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।