< পশ্চিমবঙ্গ Gram Panchayat পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 35)

পশ্চিমবঙ্গ Gram Panchayat পরীক্ষার সেরা প্রস্তুতি, পড়লেই পাস করবেন (পর্ব 35)

Gram Panchayat
Spread the love

 

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এবং এর আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। যারা যারা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সুবিধার্থে আজ নিয়ে আসা হল বিগত বছরের প্রশ্নের উপর ভিত্তি করে নতুন সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। বিশেষ করে এগুলো মক টেস্ট আকারে দেওয়া হল যেগুলো আপনারা প্রথমে সমাধান করার চেষ্টা করবেন এবং প্রতিটি প্রশ্নের পাশে উত্তর দেওয়া রয়েছে।

 

আপনারা নিয়মিত আমাদের এই মক টেস্ট যদি পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা মক টেস্ট নিয়ে আসবো।

আজ আপনাদের জন্য নিয়ে আসা হলো মক টেস্ট এর পর্ব 35। আপনারা যদি পশ্চিমবঙ্গ Gram Panchayat  পাস করতে চান তাহলে নিয়মিত আমাদের মক টেস্ট গুলো পড়তে পারেন।

1. টেকটনিক ক্লিয়ার ফলে ভারতের কোন হ্রদের সৃষ্টি হয়েছে ?

A. উলার হ্রদ
B. সম্বর হ্রদ
C. ডাল হ্রদ
D. নৈনিতাল হ্রদ

উঃ – উলার হ্রদ।

2. উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে নিম্নের কোন যন্ত্রটি ব্যবহার করা হয় ?

A. ব্যারোমিটার
B. পাইরোমিটার
C. অ্যানিনোমিটার
D. ক্রোনোমিটার

উঃ – পাইরোমিটার

3. মহানদীর ওপর নিম্নের কোন বাঁধটি অবস্থিত?

A. সর্দার সরোবর
B. শ্রীরাম সাগর
C. হিরাকুদ
D. নিজাম সাগর

উঃ – হিরাকুদ।

4. প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয় ?

A. ফিরোজ শাহ তুঘলক
B. জয়নুল আবেদিন
C. শাহজাহান
D. আমির খসরু

উঃ – শাহজাহান।

5. পাট উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হল –

A. বিহার
B. পশ্চিমবঙ্গ
C. উড়িষ্যা
D. ছত্তিশগড়

উঃ – পশ্চিমবঙ্গ।

6. সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায় ?

A. শেষনাগ হ্রদ
B. ভিমতাল হ্রদ
C. নাসের হ্রদ
D. মানস সরোবর হ্রদ

উঃ – মানস সরোবর হ্রদ।

7. DNA তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হলো –

A. সাইটোসিন
B. ইউরাসিল
C. অ্যাডিনাইন
D. থাইমিন

উঃ – ইউরাসিল।

8. ব্যাঙাচির শ্বাসযন্ত্রটি হল

A. বহিঃফুলকা
B. বুকগিল
C. বুকলাও
D. দেহত্বল

উঃ – বহিঃফুলকা।

9. মুম্বাই ও পুনের মধ্যে কোন গিরিপথটি অবস্থিত ?

A. থালঘাট
B. ভোরঘাট
C. পালঘাট
D. শেনকোট্টা

উঃ – ভোরঘাট।

10. নিম্নের কে বাদশাহ নামক গ্রন্থটির রচনা করেছিলেন ?
A. আবুল ফজল
B. কাফি খাঁ
C. আব্দুল হামিদ লাহোরি
D. মির্জা মোহাম্মদ কাজিম

উঃ – আব্দুল হামিদ লাহোরি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *