< Aprilia RS 660 : সুইচ টিপলেই ছুটবে ঝরের গতিতে! 650 সিসির দুরন্ত স্পোর্টস বাইক, দেখে নিন দাম কত

Aprilia RS 660 : সুইচ টিপলেই ছুটবে ঝরের গতিতে! 650 সিসির দুরন্ত স্পোর্টস বাইক, দেখে নিন দাম কত

Aprilia RS 660 : সুইচ টিপলেই ছুটবে ঝরের গতিতে! 650 সিসির দুরন্ত স্পোর্টস বাইক, দেখে নিন দাম কত

 

ভারতের টু-হুইলার সেগমেন্টে Aprilia তাদের দুর্দান্ত বাইক RS 660-র ট্রোফিয়া ভেরিয়েন্ট‌ লঞ্চ করতে চলেছে। এটি রেসিং বাইক হিসেবে লঞ্চ করা হবে। দারুন গতিতে ছুটবে Aprilia RS 660। জেনে নিন বিস্তারিত।

বর্তমান সময়ে টু-হুইলার সেক্টর দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ভারতে বেশকিছু কোম্পানির বাইক পাওয়া যায়। যার মধ্যে থেকে অন্যতম হল Aprilia। এই কোম্পানি এবার Aprilia RS 660 লঞ্চ করতে চলেছে। এই মডেলটিকে আপনারা রেসিং ট্র্যাকে দেখতে পাবেন।

Aprilia RS 660-এর ইঞ্জিন

এই বাইকে 660cc লিকুইড কুল্ড প্যারালাল টুইন 4 ভালভ ইঞ্জিন রয়েছে। যা 10,500 rpm -এ 100 bhp শক্তি ও 8,500 rpm -এ 67 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে। প্রতি ঘন্টায় 230 কিলোমিটার বেগে ছুটতে পারে এটি। এই বাইকে 81 মিলিমিটারের বোর আর 63.93 মিলিমিটারের স্ট্রোক রয়েছে।

Aprilia RS 660-র ফিচার্স

এই বাইকে LED হেডলাইট, ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, ফুয়েল গেজ, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটর, স্প্লিট সিট আর কমপ্যাক্ট‌ এক্সজস্ট ক্যানিস্টারের মতো ফিচার্স রয়েছে। এছাড়া Aprilia RS 660-এর পিছনে ওহলিন্স AP948 শক অ্যাবজর্ভার ও চ্যাসিস টিউন দেওয়া আছে। এছাড়া এতে হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর ও এভারেজ স্পিড ইন্ডিকেটর রয়েছে।

Aprilia RS 660-এর ডাইমেনশন

এই বাইকের কার্ব ওয়েট 183 কেজি। আর সিটের উচ্চতা 820 মিলিমিটার। Aprilia RS 660-র দৈর্ঘ্য 1995 মিলিমিটার আর প্রস্থ 745 মিলিমিটার। এছাড়া এর উচ্চতা 1150 মিলিমিটার আর হুইলবেস 1370 মিলিমিটার।

Aprilia RS 660-এর দাম

এই বাইকটির দামের কথা বলতে গেলে, Aprilia RS 660 -এর এক্স শোরুম মূল্য 18 লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *