গ্রামের দুর্গা ধরা দিয়েছে অনুপম হালদারের আলোকচিত্রে
সপ্তর্ষি সিংহ: উমা আসছে। সেজেছে শহর। উৎসবের মাঝে শহর জুড়ে প্রতিবাদের আবহ। বিভিন্ন চিত্র শিল্পীর ভাবনায় ফুটে উঠছে প্রতিবাদের ভাষা। আলোকচিত্রী শিল্পী অনুপম হালদারের লেন্সে ফুটে উঠল একক চিত্র প্রদর্শনী। একাডেমি অফ ফাইন আর্টসে মা শীর্ষক দুদিন ব্যাপী এই আলোকচিত্র চিত্র প্রদর্শনীর সূচনা হল পঞ্চমীর দিন। এদিন অনুপম হালদারের এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ভূমি রাজস্ব দফতরের আধিকারিক পাঞ্চালি মুন্সী, অভিনেত্রী পাওলি দাম, বলিউড অভিনেত্রী মন্দাকিনী সহ অন্যানরা।
এদিন প্রদর্শনীর সূচনার পর অনুপম হালদার বলেন, বিশ্বে যে ধরনেরর ঘটনা ঘটছে সেই জায়গায় প্রতিবাদ হচ্ছে কিন্তু একটু সরে এসে এই ধরণের প্রদর্শনীর ভাবনা। সমাজে যে শিক্ষায় বড়ো হয়েছি তা এখন আলগা হয়েছে ফলে মা আসছে সেই বন্ধন এখন আলগা হয়েছে। একজন গ্রামের মেয়ে কি করে দুর্গা হয়ে ওঠে তা প্রতিফলিত হয়েছে আমার লেন্সে। ভারতের বিভিন্ন জায়গায় এই অসুর যখন তাকায় তখন দুর্গারা যেভাবে প্রতিবাদ করে তা আমার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, এই প্রদর্শনীতে ১২০ টি ছবি রয়েছে। নারীরা আমাদের প্রতিবাদের স্বরূপ ফলে সেই ভাবনা থেকেই এবার এমন ভাবনার জন্ম।
দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘মা আসছে’-র অন্তিম মুহূর্তে আজ প্রদর্শনী স্থল ঘুরে গেলেন ভাষা ও সাহিত্য বিশারদ তথা শিক্ষাবিদ পবিত্র সরকার, প্রাক্তন ভারতীয় ফুটবলার মেহতাব হোসেন।
Durga Puja
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।