পূর্ণবয়স্ক ময়ূর এর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধুপগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে
জলপাইগুড়ি:- একটি পূর্ণবয়স্ক ময়ূর এর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধুপগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে। মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে ধুপগুড়ি পৌরসভার ১৫ নং ওয়ার্ড বর্মন পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে খবর অসুস্থ ময়ূর টি প্রথমে একটি বাড়ির ছাদে পড়ে যায় এরপরই তাকে উদ্ধার করে প্রাথমিক সুস্থতা করার চেষ্টা করেন এর পরেই আস্তে আস্তে ময়ূরটি ঢলে পড়ে। জানা গেছে ময়ূরটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং কিভাবে সেই ময়ূরটি মৃত্যু হয়েছে তা কিন্তু এখনও অজানা তবে এলাকাবাসীদের ধারণা ময়ূর টিকে কোন কুকুর বা অন্য কোন জন্তু আক্রমণ করতে পারে এমনটাই মনে করছেন তারা।
ঘটনায় খবর দেওয়া হয় ধুপগুড়ি থানার পুলিশকে পুলিশ মোরাঘাট রেঞ্জের সঙ্গে যোগাযোগ করেন। মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের হাতে মৃত তুলে দেন এলাকার এলাকাবাসীরা।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।