তবে কি শেষমেশ বরফ গললো বিরাট কোহলি-গৌতম গম্ভীরের মধ্যে? আজ ব্যাঙ্গালুরুর ( bangaluru ) চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই ম্যাচে কাছাকাছি দেখা গেল বিরাট-গম্ভীরকে। ম্যাচ চলাকালীন মাঠে নেমে কোহলিকে জড়িয়ে ধরেন কলকাতার মেন্টর গৌতম গম্ভীর । তখন আরসিবির ইনিংসের ১৬ ওভার। ১৬ ওভারের পরে টাইম আউট হয়। আড়াই মিনিটের বিরতিতে মাঠে […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।